সামান্য সর্দি-কাশি থেকে বড় কোনও অসুখ - বিভিন্ন ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার ঝোঁক দেখা যায় অনেক ক্ষেত্রেই, মত চিকিৎসা জগতের বিশেষজ্ঞদের। শরীরে অহেতুক অ্যান্টিবায়োটিকের প্রবেশের ফলেই দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। তাই এবার অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রুখতে বিশেষ তৎপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এবিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে পশিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর।
সংবাদ সূত্রে প্রকাশ এই রাজ্যে টানা বৃষ্টির আবহে বাড়ছে রোগের প্রাদুর্ভাব। গত কয়েক মাসে বেড়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া সহ একাধিক রোগ। এছাড়়াও রয়েছে জ্বর-সর্দি-কাশি। আর সেই প্রেক্ষিতেই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রুখতে কঠোর হল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে একদিকে যেমন প্রেসক্রিপশন অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনি অন্যদিকে হাসপাতালের সিসিইইউ-তে নিয়মিত সোয়াব সংগ্রহ করে রোগীর কতটা সংক্রমণ হয়েছে তা মাপার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি এবং বেসরকারি দুই ধরনের হাসপাতালের ক্ষেত্রেই এই নজরদারি চালানো হবে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের তরফে এক সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, চিকিৎসকদের একাংশ রোগীকে অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া প্রেসক্রাইব করছেন। তাছাড়া সাধারণ মানুষও রোগ হলে যথেচ্ছ খেয়ে ফেলছেন অ্যান্টিবায়োটিক। ওষুধের ডোজও নিজেরাই ঠিক করছেন। ফলে শরীরের ক্ষতি করছেন তারা। ৬০ শতাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। অর্থাৎ শরীর রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাই এইসব ক্ষেত্রেই রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে চায় বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।