অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের প্রধানমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন


২৮ সেপ্টেম্বর, ইরাকের প্রধানমন্ত্রীর প্রেস অফিসের ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি (সি) মসুলের একটি হাসপাতালে বিয়ের হলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন।
২৮ সেপ্টেম্বর, ইরাকের প্রধানমন্ত্রীর প্রেস অফিসের ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি (সি) মসুলের একটি হাসপাতালে বিয়ের হলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন।

ইরাকের প্রধানমন্ত্রী দেশটির উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ জন নিহত হওয়ার কয়েক দিন পর বৃহস্পতিবার আহত রোগী ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টে বলা হয়েছে, মোহাম্মদ শিয়া আল-সুদানি বৃহস্পতিবার ভোরে মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলসহ নিনভেহ প্রদেশে পৌঁছান। তিনি হামদানিয়া এবং আল-জুমহুরি হাসপাতালে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি সিরিয়েক ক্যাথলিক মার বেহনাম মনাষ্ট্রি (মঠ)পরিদর্শন করেন এবং ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার রাতে মসুলের কাছে হামদানিয়ায় একটি খৃস্টান অধ্যুষিত এলাকার হাইথাম রয়্যাল ওয়েডিং হলের সিলিঙে পাইরোটেকনিক মেশিনে আগুন লাগার পর আতঙ্কিত প্রায় ২৫০ জন অতিথি জরুরী-দরজার দিকে ভিড় করেন।

এক স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বৃহস্পতিবার জানিয়েছেনযে গুরুতরভাবে দগ্ধ দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের একজন ৩০ বছর বয়সের এক নারী ও চার বছর বয়সী এক শিশু।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ ঘটনায় প্রায় ১০০ জন নিহত হয়েছে আর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন যাদের অনেকেই গুরুতরভাবে আগুনে পুড়ে গেছেন।

বিয়ের অনুষ্ঠান যেখানে হয়েছে সেই ভেন্যুর মালিকদের বিরুদ্ধে নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মসুল পৌরসভা বুধবার আহ্বান জানিয়েছে যে যেসব হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য স্থানগুলোর নিরাপত্তা অনুমোদন নেই বা যারা সতর্কতা উপেক্ষা করছে তারা যেন ঐসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে।

XS
SM
MD
LG