অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের সঙ্গে আলোচনার পাশাপাশি পশ্চিম তীরে দূত পাঠালো সৌদি আরব


ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নায়েফ বিন বান্দার আল-সুদাইরি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রকের সদর দপ্তরে পৌঁছেছেন। (২৬ সেপ্টেম্বর, ২০২৩)
ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নায়েফ বিন বান্দার আল-সুদাইরি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রকের সদর দপ্তরে পৌঁছেছেন। (২৬ সেপ্টেম্বর, ২০২৩)

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইলের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে সৌদি আরব। মঙ্গলবার তিন দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে তারা।

ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং শীর্ষ ফিলিস্তিনি কূটনীতিক রিয়াদ আল-মালিকির সঙ্গে বৈঠক করার কথা।

জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সুদাইরিকে গত মাসে ফিলিস্তিনের জন্য মনোনীত করা হয়। তাকে জেরুজালেমের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

১৯৯৩ সালের অসলো চুক্তির পর এই প্রথম জর্দান থেকে সৌদি প্রতিনিধি দলটি স্থল পথে পশ্চিম তীরে যায়। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানের রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে অসলো চুক্তি হয়েছিল।

ইসরাইল এবং সৌদির এই আলোচনায় ওয়াশিংটন নেতৃত্ব দিচ্ছে। এই আলোচনা মধ্যপ্রাচ্যের চিরাচরিত অবস্থা বদলে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এএফপির সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা গ্যারান্টি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার বিষয়ে আলোচনা হবে।

ইসরাইল ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর সাথে সম্পর্ক স্থাপন করলেও, ফিলিস্তিনিদের সাথে ইসরাইলের সংঘাতের কোন সমাধান না হওয়ায় এখন পর্যন্ত সৌদি আরব এতে কোন সাড়া দেয়নি।

তবে সৌদি ক্রাউন প্রিন্স ও কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে, দুই পক্ষ “ঘনিষ্ঠ হচ্ছে” বলে মন্তব্য করেন।

XS
SM
MD
LG