অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক ছাড়পত্র ভারতের এমবিবিএস ডিগ্রিকে, ভারতীয় ডাক্তাররা যুক্তরাষ্ট্র সহ আরও কিছু দেশে চিকিৎসা করতে পারবেন


আন্তর্জাতিক ছাড়পত্র ভারতের এমবিবিএস ডিগ্রিকে, ভারতীয় ডাক্তাররা যুক্তরাষ্ট্র সহ আরও কিছু দেশে চিকিৎসা করতে পারবেন
আন্তর্জাতিক ছাড়পত্র ভারতের এমবিবিএস ডিগ্রিকে, ভারতীয় ডাক্তাররা যুক্তরাষ্ট্র সহ আরও কিছু দেশে চিকিৎসা করতে পারবেন

ভারতীয় চিকিৎসকরা এবার দেশের পাশাপাশি বিদেশেও চিকিৎসা করতে পারবেন। তার জন্য আলাদা কোনও ডিগ্রি লাগবে না। ভারতীয় এমবিবিএস ডিগ্রিতেই যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড-এর মতো দেশে ডাক্তারি করা যাবে। ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-কে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (ডব্লিউএফএমই)।

ডব্লিউএফএমই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় মেডিক্যাল কমিশনকে আন্তর্জাতিক ছাড়পত্র দেওয়া হচ্ছে। অর্থাৎ ভারত থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে পাশ করা চিকিৎসকরা এবার বিদেশেও চিকিৎসা করতে পারবেন। আলাদা কোনও ডিগ্রি নিতে হবে না। এমনকী উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলে, তাতেও আর কোনও বাধা থাকবে না।

দেশের ৭০৬টি মেডিক্যাল কলেজ ডব্লিউএফএমই-র ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আগামী দিনে আরও নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে তারাও এই অনুমতিপত্রের আওতায় আসবে। এর ফলে দেশের মেডিক্যাল কলেজগুলি যেমন আন্তর্জাতিক পরিচিতি পাবে, তেমনই দেশের চিকিৎসাবিজ্ঞানেরও অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে চিকিৎসক মহলে।

উল্লেখ্য, এর আগে ভারত থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে বিদেশে গিয়ে যেমন ডাক্তারি করা যেত না, তেমনই বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে ফিরে দেশে চিকিৎসা করার অনুমতিও পাওয়া যেত না। ডব্লিউএফএমই-র নয়া বিজ্ঞপ্তিতে বিদেশ ফেরত ডাক্তারদেরও দেশে চিকিৎসা করার অনুমতি দেওয়া হয়েছে।

নিয়ম হল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কিউবা বাদে পৃথিবীর যে কোনও দেশ থেকেই এমবিবিএস পাশ করলে দেশে ফিরে ভারতীয়দের এফএমজিই পরীক্ষায় বসতে হয়। সেই পরীক্ষায় পাশ করলে তবেই ভারতে রোগী দেখার অনুমতি পাওয়া যায়। ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশন মেলার আগে এক বছর ইন্টার্নশিপ করতে হয় সংশ্লিষ্ট প্রার্থীকে, যদি তিনি যেখান থেকে এমবিবিএস পাস করেছেন, সেখানে ইন্টার্নশিপ না করে থাকেন।

বস্তুত, কোভিড-এর প্রকোপ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চীন, রাশিয়া, ইউক্রেন থেকে ভারতের অনেক ডাক্তারি পড়ুয়া এমবিবিএস পাশ করে দেশে ফিরলেও তারা বিদেশে ইন্টার্নশিপ করে ফিরতে পারেননি। তাই, ভারতে এক বছরের ইন্টার্নশিপ তাদের জন্য বাধ্যতামূলক ছিল। আর সেটা নিয়েই টানাপোড়েন শুরু হয়। দেশে ফিরেও বিপদে পড়তে হয় ডাক্তারি পড়ুয়াদের। এবার আন্তর্জাতিক ছাড়পত্র পেয়ে যাওয়ায় সেদিক থেকেও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে চিকিৎসা বিশেষজ্ঞ মহলে।

XS
SM
MD
LG