অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডার বাসিন্দাদের ভারতের ভিসা দেওয়া আপাতত বন্ধ করা হল


কানাডার বাসিন্দাদের ভারতের ভিসা দেওয়া আপাতত বন্ধ করা হল।
কানাডার বাসিন্দাদের ভারতের ভিসা দেওয়া আপাতত বন্ধ করা হল।

ভারত ও কানাডার মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক বিবাদ ক্রমশই তীব্র হয়ে উঠছে। কানাডার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল ভারত। কানাডার নাগরিকদের ভারত সফরে নিষেধাজ্ঞা জারি করল দিল্লির পররাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, কানাডার বাসিন্দাদের ভারতে আসার অনুমতি অর্থাৎ ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকবে। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে।

তবে ইতিমধ্যে ইস্যু হওয়া ভিসা বাতিল করার কথা জানানো হয়নি। অর্থাৎ যাদের ভিসা আছে তারা ভারত সফরে আসতে পারেন। আগামী সপ্তাহেই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ২২টি দেশের সেনা প্রধানদের সম্মেলন। সেই সম্মেলনে কানাডার সেনা প্রধানের যোগ দেওয়ার কথা। এখনও পর্যন্ত তার সফর বাতিলের কথা জানায়নি কানাডা।

কূটনৈতিক মহলের একাংশের মতে, ভিসা দেওয়া বন্ধ রাখার ভারত সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া খারাপ দিকে গড়াতে পারে। কানাডায় প্রায় আড়াই লাখ ভারতীয় ছাত্রছাত্রী আছে। এছাড়া অনাবাসী ভারতীয়র সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। জাস্টিন ট্রুডোর সরকার সে দেশে যাওয়ার ভিসা দেওয়া বন্ধ করার পাশাপাশি বাছাই করা সাধারণ নাগরিকদের বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে। যদিও এই ব্যাপারে কঠিন পরিস্থিতির মধ্যেই পড়েছে কানাডা সরকার। সে দেশে বসবাসকারী ভারতীয়দের বড় অংশ শিখ। রাজনৈতিক, বিশেষ করে ভোটের অঙ্কেই ট্রুডো প্রশাসনের পক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া কঠিন।

কানাডার নাগরিকদের ভিসা না দেওয়ার কথা ভারত সরকার সরাসরি সরকারিভাবে ঘোষণা করেনি এখনও। কানাডার ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটগুলিকে যে বেসরকারি সংস্থা ভিসা সংক্রান্ত কাজকর্ম পরিচালনা করে তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ভিসা দেওয়া বন্ধ থাকছে।

XS
SM
MD
LG