আগামী ২০২৪ সালে ভারতে লোকসভা ভোটের আগে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাউথ ব্লক সূত্রে খবর প্রেসিডেন্ট বাইডেন-এর পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-কে আমন্ত্রণ জানানো হতে পারে।
উল্লেখ্য, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম প্রজাতন্ত্র দিবসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান এই চার দেশের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি কৌশলগত সম্পর্কের অক্ষ রয়েছে। একে বলা হয় কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ তথা কোয়াড। মূলত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসনের মোকাবিলা করতেই এই কৌশলগত অক্ষ তৈরি হয়েছে।
প্রেসিডেন্ট বাইডেনকে প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণের কথা সরকারি ভাবে সাউথ ব্লক এখনও ঘোষণা করেনি। তবে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি নয়া দিল্লিতে এ খবর জানিয়েছেন। জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য বাইডেন ভারতে এসেছিলেন। তখনই তাকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। অতীতে প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পকেও একবার প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু ঘরোয়া কারণে ট্রাম্প সে যাত্রায় নিমন্ত্রণ রক্ষা করতে পারেননি।
ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণের রীতি বহুদিনের। তবে বিশেষজ্ঞদের অনেকের মতে, লোকসভা ভোটের আগে কোয়াড-এর সদস্যভুক্ত বাকি তিন দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়ে মোদী তার 'বিশ্বগুরু' হয়ে ওঠার ভাবমূর্তি ঘরোয়া রাজনীতিতে তুলে ধরতে চাইছেন। কূটনৈতিক দৌত্যের আড়ালে রাজনৈতিক অভীষ্ট লাভ করাই তার লক্ষ্য।