অ্যাকসেসিবিলিটি লিংক

শিখ সক্রিয়বাদী হত্যার তদন্তের আলোকে কানাডা ভ্রমণে সতর্কতা জারি করেছে ভারত


কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে গুরু নানক শিখ গুরুদ্বার মন্দিরের বাইরে একটি বেড়ার উপর সাবেক গুরুদ্বার সভাপতি হরদীপ সিং নিজারের একটি পোস্টার প্রদর্শিত হয়েছে৷ ১৯ সেপ্টেম্বর, ২০২৩।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে গুরু নানক শিখ গুরুদ্বার মন্দিরের বাইরে একটি বেড়ার উপর সাবেক গুরুদ্বার সভাপতি হরদীপ সিং নিজারের একটি পোস্টার প্রদর্শিত হয়েছে৷ ১৯ সেপ্টেম্বর, ২০২৩।

ভারত সরকার কানাডার মাটিতে একজন শিখ সক্রিয়বাদীর হত্যার সাথে জড়িত থাকতে পারে- প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ কথা ঘোষণা করার পর, বুধবার ভারত তার নাগরিকদের, বিশেষত ছাত্রদের এবং কানাডায় ভ্রমণ কিংবা বসবাসের পরিকল্পনা করছে, এমন সবাইকে "সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য" সতর্ক করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, "কানাডায় ক্রমবর্ধমান নিরাপত্তা বিষয়ক উদ্বেগের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের চরম সতর্কতা অবলম্বন করার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।"

গত বছর কানাডায় অধ্যয়নরত আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৪০ শতাংশই ভারতীয় নাগরিক ছিল বলে জানিয়েছে কানাডিয়ান ব্যুরো অফ ইন্টারন্যাশনাল এডুকেশন। এই সংখ্যা অন্য যে কোনও দেশের তূলনায় সবচেয়ে বেশি।

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, তাঁর কাছে "বিশ্বাসযোগ্য অভিযোগ" আছে, গত জুন মাসে ব্রিটিশ কলাম্বিয়ায় স্পষ্টভাষী শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার সাথে ভারতীয় সরকারের এজেন্টরা জড়িত। তবে, ট্রুডোর এমন দাবীকে অস্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়টি নিয়ে কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমনকি উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কারও করেছে।

কানাডার গোয়েন্দা কর্মকর্তারা কী প্রমাণ হাতে নিয়ে তদন্ত করছেন তা স্পষ্ট নয়, তবে ভারতীয় নেতারা তাদের সরকারকে নির্দোষ বলে দাবি করেছেন।

মৃত্যুর আগে, চরমপন্থী হত্যাকাণ্ডের জন্য ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিল নিজ্জার, যদিও কানাডা এ কথা অস্বীকার করেছে যে সে কখনো কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ।

ভারত উদ্বিগ্ন যে কানাডায় খালিস্তানিপন্থী রাজনৈতিক কার্যকলাপ দেশটিতে আন্দোলনের পরবর্তী ধাপকে উদ্দীপিত করতে পারে। তাই মোদির সরকার বারবার কানাডাকে বিচ্ছিন্নতাবাদীদের দমন করার আহ্বান জানিয়ে আসছে।

ভারতের পাঞ্জাব রাজ্যের বাইরে সবচেয়ে বেশি শিখ সম্প্রদায়ের লোক বাস করে কানাডায়। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশটিতে প্রায় ৭ লাখ ৭০ হাজার লোক শিখ ধর্মকে তাদের ধর্ম বলে জানিয়েছে।

[এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে]।

XS
SM
MD
LG