অপারেশন ব্লু স্টার' নিয়ে প্রাক্তন ‘র’ আধিকারিকের সাম্প্রতিক এক মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে সারা ভারতে।
ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং -এর প্রাক্তন বিশেষ সচিব জিবিএস সিধুর অভিযোগ, জঙ্গি নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালেকে টাকা পাঠিয়েছিলেন কংগ্রেস নেতা কমলনাথ ও সঞ্জয় গান্ধী। এই ভিন্দ্রানওয়ালে ১৯৮৪ সালে অপারেশন ব্লু স্টারে নিহত হন।
প্রাক্তন এই ‘র’ আধিকারিক দাবি করেন, সেই সময়ে রাজনৈতিক নেতৃত্ব ভিন্দ্রানওয়ালেকে “হিন্দুদের ভয় দেখানোর জন্য” ব্যবহার করেছিল এবং দেশের অখণ্ডতা সম্পর্কে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি করতে খালিস্তানের একটি ইস্যু তৈরি করেছিল।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুন পর্যন্ত ‘অপারেশন ব্লু স্টার’ চালানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণমন্দির চত্বরে আশ্রয় নেওয়া ভিন্দ্রানওয়ালে ও তার একাধিক সহযোগীদের ধরতে সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সামরিক অভিযানে ভিন্দ্রানওয়ালে-সহ অনেকেরই মৃত্যু হয়।