অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের দিনেও অনুপস্থিত রাষ্ট্রপতি, সমালোচনা বিরোধীদের


ভারতে নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের দিনেও অনুপস্থিত রাষ্ট্রপতি, সমালোচনা বিরোধীদের।
ভারতে নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের দিনেও অনুপস্থিত রাষ্ট্রপতি, সমালোচনা বিরোধীদের।

গত মে মাসে ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনের মতোই মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর তার আনুষ্ঠানিক সূচনার দিনেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুপস্থিতি বিতর্ক তৈরি করল। রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী কেন নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন তা নিয়ে মে মাসেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। অনেক বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কট-সহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে হিন্দু রীতি মেনে পূজাপাঠ শেষে গত ২৮ মে সংসদের নয়া ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু হল নতুন ভবনে। নতুন ভবনের পোশাকি নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’। পথ চলার শুরুর দিনে সেন্ট্রাল হলে ছিল প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণ। কিন্তু নয়া ভবনে সংসদের পথ চলা শুরুর দিনে দেশের রাষ্ট্রপতির উপস্থিত না থাকা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেল (পূর্বের ট্যুইটার)-এ সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

এদিন নিজের এক্স হ্যান্ডেল (পূর্বের ট্যুইটার)-এ ডেরেক লিখেছেন, “আজ কোথায় ছিলেন মাননীয় ড. দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি। সংসদের সেন্ট্রাল হলের ‘অনুষ্ঠানে’? তিনি কি আমন্ত্রিত ছিলেন? কেন তাকে উপেক্ষা করা হল?"

শুধু তৃণমূল নয়, একযোগে মোদীর এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন সব বিরোধীরা। তাদের মতে, ভারতের রাষ্ট্রপতি যখন অধিবেশন ডাকেন, একমাত্র তখনই সংসদ বসতে পারে। রাষ্ট্রপতিই যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে বার্ষিক সংসদীয় কার্যক্রম শুরু করেন। তার ভাষণের জন্য ধন্যবাদ জানিয়েই প্রতি বছর সংসদের কাজ শুরু হয়। কিন্তু যেভাবে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে পথ চলার শুরুর দিনেও রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওা হল তা দেশের ইতিহাসে কালো দিন হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে বলে মনে করছেন বিরোধীরা।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, আগামী বছর ২০২৪-এই লোকসভা নির্বাচন।ইতিমধ্যে বিজেপিকে ঠেকাতে বিরোধীরা গড়ে তুলেছে ইন্ডিয়া জোট।এমন রাজনৈতিক আবহে প্রচারের অভিমুখ প্রধানমন্ত্রী মোদী যে নিজের দিকেই রাখবেন সেটা স্বাভাবিক।সেই কারণেই হাজারও বিতর্ক, বিরোধীদের অনুষ্ঠান বয়কট-সহ একাধিক বাধাবিপত্তি কাটিয়ে আজ নয়া ভবনে পথ চলা শুরুর প্রথম দিনেও সেন্ট্রাল হলের মধ্যমণি হয়ে থাকলেন তিনি নিজেই।

XS
SM
MD
LG