ভারতে সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনটি অর্থাৎ সোমবার ১৮ সেপ্টেম্বর, শান্তি বজায় রাখতে রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড় এবং লোকসভায় স্পিকার ওম বিড়লা সদস্যদের প্রতি আর্জি জানিয়েছিলেন। কিন্তু জি-২০-র সাফল্য নিয়ে সরকার পক্ষ সরব হতেই এদিম রাজ্যসভায় তুমুল বিবাদ শুরু হয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের।
লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০-র প্রসঙ্গ টেনে বলেন, "এই সম্মেলনের সাফল্য কোনও সরকার বা দলের নয়। সাফল্য দেশের।" অন্যদিকে, রাজ্যসভায় সরকার পক্ষের নেতা বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল জি-২০ সম্মেলন নিয়ে সরকারের কৃতিত্ব দাবি করে ভাষণ দিতেই প্রতি আক্রমণ শুরু করেন বিরোধীরা। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গে বারে বারেই ভাষণে জি-২০কে জি-২ বলে উল্লেখ করতে থাকলে চেয়ারম্যান জগদীপ ধনকড় তাকে শুধরে দিয়ে সহাস্যে বলেন, "খাড়্গে স্যার, ওটা জি-২ নয়, জি-২০।"
জবাবে খাড়্গে বলেন, "তেমনই তো জানতাম। কিন্তু আমি সর্বত্র শূন্যর জায়গায় পদ্ম ফুল আঁকা দেখেছি। শূন্য নজরে পড়েনি।’" খাড়্গের কথায় বিরোধী বেঞ্চের সদস্যরা প্রবল হেসে ওঠেন। বাণিজ্য মন্ত্রী গোয়েল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে খাড়্গেকে বলেন, "জি-২০ নিয়ে উপহাস, মজা মস্করা করবেন না।" এখানেই থেমে না থেকে গোয়েল ক্ষিপ্ত কণ্ঠে বলেন, "আসলে আপনারা দু’জন জি-কে চেনেন। একজন মা আর একজন তার ছেলে।" রাজনৈতিক মহলের মতে, গোয়েল এই মন্তব্যের মাধ্যমে নাম না করে সনিয়া ও রাহুল গান্ধীকেই ইঙ্গিত করেছেন।
বাণিজ্য মন্ত্রী ভাষণে জি-২০ নিয়ে দেশপ্রেমের কথা বলেন, দেশের সম্মান বৃদ্ধির কথা বলেন। খাড়্গে বলেন, "শুধু আপনারাই দেশপ্রেমী এমনটা ভাববেন না। আমাদেরও দেশপ্রেম কিছু কম নেই। আমাদের লোকেরা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন। আর আপনারা মজা লুঠছেন, আমাদের জ্ঞান দিচ্ছেন।"