অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের তামিলনাড়ুতে সনাতন বিতর্কে বিপাকে বিজেপি


ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের পুত্র উদায়নিধি সম্প্রতি হিন্দু ধর্মের জাতপাত সহ নানা সামাজিক অনাচারের বিরুদ্ধে সরব হন। উদায়নিধি সনাতন ধর্মের অমানবিক বিধানগুলিকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো নির্মূল করার ডাক দেন সম্প্রতি।
ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের পুত্র উদায়নিধি সম্প্রতি হিন্দু ধর্মের জাতপাত সহ নানা সামাজিক অনাচারের বিরুদ্ধে সরব হন। উদায়নিধি সনাতন ধর্মের অমানবিক বিধানগুলিকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো নির্মূল করার ডাক দেন সম্প্রতি।

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও শাসক দল ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির করা সনাতন ধর্ম নিয়ে করা বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশের রাজনীতি। সনাতন ধর্ম বিতর্কে বিগত কয়েক দিন শাসক দল ডিএমকে-র সঙ্গে লড়াই করে বিপাকে পড়ে গিয়েছে বিজেপি। দক্ষিণ ভারতের এই রাজ্যে দলের দীর্ঘদিনের শরিক প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জে জয়ললিতার দল এআইএডিএমকে। সোমবার ১৮ সেপ্টেম্বর ওই দল ঘোষণা করেছে, বিজেপি আর তাদের শরিক দল নয়। ওই দলের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

দুই দলের এই বিরোধের সূত্রপাত সনাতন ধর্ম বিতর্কে বিজেপি নেতাদের দ্রাবিড় জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণপুরুষ পেরিয়ার, সিআর আন্নাদুরাইয়ের মতো প্রাতঃস্মরণীয় নেতাদের আক্রমণকে কেন্দ্র করে।

উল্লেখ্য, ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের পুত্র উদায়নিধি সম্প্রতি হিন্দু ধর্মের জাতপাত সহ নানা সামাজিক অনাচারের বিরুদ্ধে সরব হন। উদায়নিধি সনাতন ধর্মের অমানবিক বিধানগুলিকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো নির্মূল করার ডাক দেন সম্প্রতি।

স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে সনাতন ধর্ম অবমাননার অভিযোগ তুলে তামিলনাড়ুতে লড়াইয়ে নেমেছে বিজেপি। রোজই, মিটিং, মিছিল চলছে। পাল্টা পথে নেমেছে ডিএমকে-ও।

এই অবস্থায় বিপাকে পড়েছে প্রধান বিরোধী দল এআইএডিএমকে। তাদের সঙ্গে বিরোধ বেঁধেছে তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে নিয়ে। তিনি রাজ্যের প্রবাদপ্রতিম দ্রাবিড় নেতাদের নাম ধরে সম্প্রতি গুরুতর অভিযোগ করেন। বলেন, এই নেতারা সনাতন ধর্ম সম্পর্কে তামিলনাড়ুর মানুষকে বছরের পর বছর ভুল পথে চালিত করেছেন। বিজেপি নেতার এই বক্তব্যের বিরুদ্ধে পথে নেমেছে ডিএমকে। জয়ললিতার দলের বিপদ বেড়েছে, দ্রাবিড় নেতাদের অবমাননা নিয়েই।

আসলে ডিএমকে এবং এআইএডিএমকে দুই দলেরই আইকন পেরিয়ার, আন্নাদুরাই-রা। স্বভাবতই বিজেপি নেতাদের মুখে দ্রাবিড় জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণপুরুষদের সমালোচনা নিয়ে পাল্টা সরব হতে হয়েছে জয়ললিতার পার্টির নেতাদের। দলের বর্ষীয়ান নেতা ডি জয়াকুমার সোমবার বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেন।

দুই দলের নির্বাচনী বোঝাপড়া থাকছে কি না সে বিষয়ে জয়া কুমার জানান, "ভোটের এখনও বাকি আছে। ভোট এলে দেখা যাবে ফের জোট হবে কিনা।" তিনি বলেন, "বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলা হয়েছিল, আন্নমালাইকে সংযত হতে বলার জন্য। কিন্তু কাজ হয়নি।"

প্রসঙ্গত, তামিলনাড়ুতে আসন সমঝোতা নিয়েও দুই দলে সম্প্রতি বিবাদ শুরু হয়েছে। রাজ্যের ৩৯টি আসনের মধ্যে বিজেপি ১৫টি দাবি করেছে। এই দাবি প্রয়াত জয়ললিতার দল মানতে নারাজ। তবে দক্ষিণ ভারতের ওই রাজ্যে দুই দলেরই অবস্থা এতটাই শোচনীয় যে জোট ছাড়া কেউই জয় হাসিল করার জায়গায় নেই।

XS
SM
MD
LG