সোমবার ১৮ সেপ্টেম্বর ভারতে সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনই মন্ত্রীসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের অ্যানেক্স ভবনে মন্ত্রিসভার বৈঠক হয়।
কিন্তু বৈঠকের অ্যাজেন্ডা কি তা আগে থেকে জানানো হয়নি। ফলে সে ব্যাপারে জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। রাজনৈতিক মহলে কারওর ধারণা ‘এক দেশ এক ভোট’ প্রস্তাব আনা হবে, কারওর মতে মহিলা সংরক্ষণ বিল সংসদে আনতে পারে মোদী সরকার, মন্ত্রীসভায় সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হবে।
মন্ত্রীসভার বৈঠক নিয়ে আরও আগ্রহ তৈরি হওয়ার কারণ সোমবার ধারাবাহিক ভাবে বেশ কিছু মিটিং হয়েছে। যেমন, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাও উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক ভাবে দেখা করেছেন পীযূষ গোয়েল ও প্রহ্লাদ জোশী।
উল্লেখ্য, ভারতে সংসদের অধিবেশন চললে অনেক সময়ে মন্ত্রীসভার বৈঠক সংসদ ভবনেই হয়। আবার সংসদের অধিবেশন যখন চলে তখন প্রথাগত ভাবে মন্ত্রীসভার বৈঠকের পর কোনও সাংবাদিক বৈঠক হয় না। তা সংসদে এসেই সরকার ঘোষণা করে। ফলে মন্ত্রীসভার বৈঠকের পর ভারতীয় সময় সোমবার রাতে সরকারি ভাবে কোনও ঘোষণা হবে কিনা সেই সংশয় রয়েছে। সরকারের এক শীর্ষ মন্ত্রীর অবশ্য দাবি, সরকারি ভাবে ঘোষণায় বাধা নেই। প্রথা হল প্রথমে সংসদকে জানানো। কিন্তু তা করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই।
তবে এই বৈঠক ঘিরে বিরোধীরা ইতিমধ্যে সরকারের সমালোচনায় মুখর হয়েছে। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "গত পাঁচ বছরে এই সরকারের কোনও সাফল্য নেই। তাই লোকসভা ভোটের আগে নাটক শুরু করেছে। এগুলো হল মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা মাত্র।"