অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্ডিয়া বনাম ভারত: প্রথম বেসরকারি সংস্থা হিসাবে ভারতের ব্লু ডার্ট ক্যুরিয়ার বিশেষ পরিষেবার নামে জুড়ল 'ভারত'


ইন্ডিয়া বনাম ভারত: প্রথম বেসরকারি সংস্থা হিসাবে ভারতের ব্লু ডার্ট ক্যুরিয়ার বিশেষ পরিষেবার নামে জুড়ল 'ভারত'
ইন্ডিয়া বনাম ভারত: প্রথম বেসরকারি সংস্থা হিসাবে ভারতের ব্লু ডার্ট ক্যুরিয়ার বিশেষ পরিষেবার নামে জুড়ল 'ভারত'

ভারতে এখন চলছে নাম নিয়ে তুমুল বিতর্ক। ভারত নাকি ইন্ডিয়া, দেশের নাম নিয়ে এই বিতর্কের মাঝেই বেসরকারি ক্যুরিয়র সংস্থা ব্লু ডার্ট তাদের একটি পরিষেবার নাম বদলে রাখল ‘ভারত প্লাস’। ব্লু ডার্ট-এর প্রিমিয়াম সার্ভিসটির নাম ছিল 'ব্লু প্লাস'। কোম্পানি সেটারই নাম রাখল 'ভারত প্লাস'। এই মর্মে ব্লু ডার্ট সংস্থা শেয়ার বাজার এবং কোম্পানি ল’ বোর্ডকে প্রয়োজনীয় তথ্য দিয়েছে।

ব্লু ডার্ট হল মুম্বইয়ের একটি বেসরকারি ক্যুরিয়র সংস্থা যারা মূলত দক্ষিণ এশিয়ায় ব্যবসা করে। তাদের নিজস্ব বিমান পরিষেবা রয়েছে ক্যুরিয়র ব্যবসার জন্য। ভারতে ক্যুরিয়র পরিষেবা ব্যবসার সিংহভাগ এই সংস্থার দখলে।

সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের ঠিক আগেই দেশের নাম বিতর্ক শুরুর পর ব্লু ডার্ট হল প্রথম বেসরকারি সংস্থা যারা একটি পরিষেবার নাম 'ভারত' রাখল। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, 'ভারত প্লাস' নাম রাখার আগে তারা এই ব্যাপারে বিস্তারিত গবেষণা করেছে। গবেষণার ফল থেকে কোম্পানি নিশ্চিত 'ভারত প্লাস' নাম নিয়ে প্রিমিয়াম সার্ভিসের ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে।

XS
SM
MD
LG