অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ইস্পাত কারখানায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের


পশ্চিমবঙ্গে ইস্পাত কারখানায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের
পশ্চিমবঙ্গে ইস্পাত কারখানায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

বর্তমানে স্পেন সফর করছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার অন্যতম সফরসঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মাদ্রিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লা লিগা-র বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়থাকবেন, তা শুরু থেকেই স্থির ছিল। বিশেষ করে অ্যাটলেটিকোর সঙ্গে সৌরভের পূর্ব বোঝাপড়ার প্রেক্ষাপটে তা একপ্রকার স্বাভাবিক।

তবে শুক্রবার ১৫ সেপ্টেম্বর সৌরভ গঙ্গোপাধ্যায় এক চমকে দেওয়ার মতো ঘোষণা করেন। স্পেনের মাটিতে দাঁড়িয়ে সৌরভ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে আগামী ৬ মাসের মধ্যে নতুন ইস্পাত কারখানা গড়ে তুলবেন তিনি। এ জন্য মোট বিনিয়োগ করবেন আড়াই হাজার কোটি টাকা। তার কথায়, "এর ফলে প্রাথমিক পর্যায়ে ৬ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”

পর্যবেক্ষকদের বিশ্লেষণ, এখানে দুটি বিষয় ভীষণ প্রাসঙ্গিক। তা হল পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালে ওয়্যারহাউজ, প্যাকেজিং ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ এসেছে। কিন্তু উৎপাদন ক্ষেত্রে একটা খরা চলছিলই। সৌরভ যে বিনিয়োগের ঘোষণা করেছেন, তাতে উৎপাদন শিল্পই গড়ে উঠবে। যা লেবার ইনটেনসিভ, তথা শ্রম নির্ভর। বাংলা ছেড়ে যখন পরিযায়ী শ্রমিক হওয়ার প্রবণতা বাড়ছে তখন এই বিনিয়োগের ঘোষণা অবশ্যই রূপোলি রেখা দেখাচ্ছে বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, ব্যবসায়ী পরিবারে জন্ম সৌরভের। তার আন্তর্জাতিক খ্যাতি ক্রিকেটার হিসাবে। পরে তিনি ক্রিকেট প্রশাসক হয়েছেন। তার ফাঁকে সৌরভ ব্যবসাও শুরু করেছিলেন। কিন্তু এদিন যে পরিমাণের বিনিয়োগের ঘোষণা তিনি করেছেন, তাতে উদ্যোগপতি সৌরভের ছবিটা উজ্জ্বলতর হল বলেই অনেকে মনে করছেন।

মাদ্রিদে সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “শালবনিতে এর আগে জিন্দলদের জন্য জমি দিয়েছিল রাজ্য সরকার। জিন্দলরা সেই জমিতে এখনও কারখানা গড়ে তুলতে পারেনি। সেখানেই আমরা কারখানা করব।"

শালবনিতে যে নতুন শিল্প আসতে চলেছে সেই ইঙ্গিত পঞ্চায়েত ভোটের আগে গত মে মাসে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রায় সামিল হয়ে গত ২৭ মে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তার পর কিছু হয়নি। আমি জিন্দলদের কারখানা উদ্বোধন করেছিলাম। জিন্দলদের শিল্পের জন্য কিছুটা জমি লেগেছে, বাকিটা ওরা ফেরত দিচ্ছেন। ওই জমিতে বড় শিল্প হবে। শালবনিতে আরও একটা বড় ইন্ডাস্ট্রি হবে।”

এদিন স্পেন-এ বিজিবিএস-এর (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট) মঞ্চে সৌরভ বলেন, "অনেকে মনে করেন আমি শুধু খেলা নিয়েই থাকি। পাঁচ বছর আগে পশ্চিমবঙ্গে আমি একটা ছোট ইস্পাত কারখানা গড়ে তুলেছিলাম। আর পাঁচ ছ’মাসের মধ্যে রাজ্যে আমাদের তৃতীয় ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছি আমরা।"

সৌরভ এও বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে বলছি না। মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য সরকার থেকে অনুমতি ইত্যাদি পেতে মাত্র চার পাঁচ মাস সময় লেগেছে। সরকার সবরকম ভাবে সাহায্য করেছে। তাই হৃদয় থেকে আমার ধন্যবাদ জানাচ্ছি।”

XS
SM
MD
LG