অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তি আলোচনায় যোগ দিতে সৌদি আরবে গেলো ইয়েমেনের হুথি বিদ্রোহী প্রতিনিধিদল


হুথি নেতাদের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় হুথি নামে পরিচিত শিয়া বিদ্রোহীরা। এ সময় তাদের ছায়া পড়েছে ইয়েমেনের পতাকার ওপর; (ফাইল ফটো), ১৬ এপিল ২০১৫।
হুথি নেতাদের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় হুথি নামে পরিচিত শিয়া বিদ্রোহীরা। এ সময় তাদের ছায়া পড়েছে ইয়েমেনের পতাকার ওপর; (ফাইল ফটো), ১৬ এপিল ২০১৫।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল বিমানে করে সৌদি আরব গেছে। আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটিতে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের সম্ভাব্য অবসানের বিষয়ে সৌদি আরবের সাথে আলোচনার জন্য প্রতিনিধি দলটি সেখানে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রিয়াদ এবং ইরান-সমর্থিত হুথিদের মধ্যে এখন কী শর্তাবলী নিয়ে আলোচনা হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। হুথিরা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা দখল করে রেখেছে। তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইরান, এই বছরের শুরুর দিকে চীনের মধ্যস্থতায় সম্পর্ক সহজ করার লক্ষ্যে আলোচনায় বসে। এর পর হুথিদের এই সফর শুরু হয়। এর আগে, এই ছদ্মযুদ্ধ অবসানের লক্ষ্যে বিভিন্ন পক্ষের মধ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা অনুষ্ঠিত হয়।

ইয়েমেনের সংঘাত শুরু হয় ২০১৪ সালে। তখন হুথিরা সানা এবং দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে নেয়। এরপর, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণে পালিয়ে যায় এবং শেষ পর্যন্ত সৌদি আরবে নির্বাসিত হয়।

হুথিদের এই দখলের কয়েক মাস পর, সৌদি আরব নেতৃত্বাধীন জোট সেখানে হস্তক্ষেপ করে। আর, এই সংঘাত সৌদি আরব ও ইরানের মধ্যে একটি আঞ্চলিক ছদ্ম যুদ্ধে পরিণত হয়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দূর থেকে এই সংঘাতের বিষয়ে সৌদি আরবকে গোয়েন্দা সহায়তা প্রদান করে।

এই যুদ্ধে, বেসামরিক নাগরিক ও যোদ্ধাসহ দেড় লাখের বেশি মানুষ নিহত হয়েছে; আর, বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। গত অক্টোবরে মেয়াদ শেষ হয়ে যাওয়া একটি যুদ্ধবিরতি অবশ্য তখন থেকে অনেকাংশে কার্যকর হয়। সৌদি আরব, তার স্থানীয় মিত্ররা এবং হুথিরা শান্তি আলোচনা প্রচেষ্টার অংশ হিসেবে এপ্রিলে বন্দী বিনিময় করেছে।

XS
SM
MD
LG