জোড়া খুন ও দাঙ্গায় অভিযুক্ত বিশ্ব হিন্দু পরিষদের কর্মী মনু মানেসরকে অবশেষে গ্রেফতার করতে পেরেছে ভারতের হরিয়াণা পুলিশ। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর সকালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবারই তাকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়া হবে। রাজস্থানে দুই মুসলিম যুবককে গাড়িতে পিষে হত্যা করার অভিযোগ রয়েছে এই ভিএইচপি কর্মীর বিরুদ্ধে।
তবে মনুকে নিয়ে শোরগোল শুরু হয় গত জুলাইয়ে হরিয়াণার নুহ জেলার ভয়ংকর দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে। ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদ নুহতে ধর্মীয় শোভাযাত্রার ডাক দিয়েছিল। তার আগে সমাজ মাধ্যমে মনু ঘোষণা করেন তিনি ওই শোভাযাত্রায় হাজির থাকবেন।
এই ঘোষণায় আতঙ্কিত নুহ-র মুসলিম সম্প্রদায়ের মানুষেরা প্রতিরোধের ডাক দেন। শোভাযাত্রা বের হলে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দাঙ্গায় দু'পক্ষের মোট ছয় জন নিহত হন।
পুলিশের দাবি মনু শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। যদিও বিজেপি শাসিত হরিয়াণা সরকার মনুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের জামিনযোগ্য ধারায় মামলা করে।
তবে হরিয়াণার আদালত থেকেই মনুকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এবছর ফেব্রুয়ারিতে নুহ-র দু’জন মুসলিম যুবককে মনু গাড়ি চাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ। তারা রাজস্থান থেকে গরু কিনে ফিরছিল। স্বঘোষিত গো-রক্ষক মনু ও তার দলবল ওই দু'জনকে তাড়া করে গাড়িতে পিষে হত্যা করে। পুলিশ প্রথমে ওই ঘটনাকে দুর্ঘটনা বললেও পরে নিহতদের পরিবারের দাবিতে খুনের মামলা দায়ের করে।