অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের সম্পর্ক উন্নয়নকে স্বাগত জানালেন দুই দেশের নেতা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হ্যানয়ে প্রেসিডেন্টের প্রাসাদে এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ভিয়েতনামের রাষ্ট্রপতি ভো ভ্যান থুওংয়ের সাথে। ১১ সেপ্টেম্বর, ২০২৩। (এনহ্যাক এনগুয়েন/ এপি মারফত পুল চিত্র)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হ্যানয়ে প্রেসিডেন্টের প্রাসাদে এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ভিয়েতনামের রাষ্ট্রপতি ভো ভ্যান থুওংয়ের সাথে। ১১ সেপ্টেম্বর, ২০২৩। (এনহ্যাক এনগুয়েন/ এপি মারফত পুল চিত্র)

যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের নেতারা সোমবার পারস্পরিক সম্পর্ক উন্নত করার জন্য একটি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন

হ্যানয়-তে ভিয়েতনামী প্রেসিডেন্ট ভো ভন থুওং-এর সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন "দুই দেশের জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জগুলি" রয়েছে সে বিষয়ে সহযোগিতাকে আরও গভীর করার বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে বলেন, "আমরা যে অবধি ও যত দ্রুত এসেছি" তা অসাধারণ।

থুওং এই চুক্তিকে একটি "গুরুত্বপূর্ণ উপলক্ষ্য" বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন যে, এটি "এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।"

বাইডেন আগেই প্রাইম মিনিস্টার ফাম মিন চিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। দু’জন অংশগ্রহণও করেছিলেন এক বাণিজ্যিক সম্মেলনে। সেখানে বাইডেন ক্লাউড কম্পিউটিং, সেমিকন্ডাক্টার্স ও কৃত্রিম বুদ্ধিমতা নিয়ে ভিয়েতনামের সঙ্গে যৌথতাকে আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন।

তিনি একে যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম সম্পর্কের একটি "নতুন পর্যায়" বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে, দুই দেশের অংশীদারিত্ব অব্যাহত রাখতে হবে।

বাইডেন বলেন, “আমার আজকের বার্তাটি বেশ সহজ। আর তা হল, আসুন এটি বজায় রাখি।”

এই বৈঠকে উপস্থিতদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের সেমিকন্ডাক্টার্স, প্রযুক্তি ও বিমান সংস্থাগুলির শীর্ষ কার্যনির্বাহী কর্মকর্তারা।

হোয়াইট হাউজ বোয়িং ও ভিয়েতনাম এয়ারওয়েজের মধ্যে ৭৮০ কোটি ডলার চুক্তির ঘোষণাও করেছে। বলা হয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রে ৩০ হাজার চাকরিতে সুবিধা হবে।

যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম তাদের সম্পর্ককে "বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে" উন্নীত করার একদিন পরেই হয় সোমবারের এই আলোচনা। এই পদক্ষেপকে হোয়াইট হাউজ “অভূতপূর্ব ও গুরুত্বপূর্ণ” বলে অভিহিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ চীনের স্তরে উঠে আসবে ওয়াশিংটন। কেননা, চীনেরও ভিয়েতনামের সঙ্গে উচ্চ-স্তরের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

XS
SM
MD
LG