অ্যাকসেসিবিলিটি লিংক

জি-২০ সামিট: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গেলেন অক্ষরধাম মন্দিরে, রাষ্ট্রনেতারা শ্রদ্ধা জানালেন মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধে


ঋষি সুনক নিজে হিন্দু এবং হিন্দু ধর্মে বিশ্বাসী, তিনি বারবার তা বলেছেন। রবিবার অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন সুনক। ১০ সেপ্টেম্বর, ২০২৩।
ঋষি সুনক নিজে হিন্দু এবং হিন্দু ধর্মে বিশ্বাসী, তিনি বারবার তা বলেছেন। রবিবার অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন সুনক। ১০ সেপ্টেম্বর, ২০২৩।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক। সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি। ভারতের সঙ্গে ঋষি সুনক-এর সম্পর্ক অনেক পুরনো। বিদেশে জন্ম ও বেড়ে ওঠা তিনি কখনই ভোলেননি নিজের শিকড় ভারতের টান। ভারতে এসে তা আরও একবার প্রমাণ করলেন তিনি। রবিবার সকালে বৃষ্টির মধ্যেই অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন ঋষি সুনক।

ঋষি সুনক নিজে হিন্দু এবং হিন্দু ধর্মে বিশ্বাসী, তিনি বারবার তা বলেছেন। তিনি ভারতে আসার পরেই তাকে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে অভ্যর্থনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। উপহার পেয়েছেন রুদ্রাক্ষের মালা, ভগবত গীতা ও হনুমান চলিশা। রবিবার ঋষি সুনক পৌঁছে গেলেন অক্ষরধাম মন্দিরে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আসছেন বলে, রবিবার ১০ অগাস্ট ভোর থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর। মন্দিরে এসে পুজো দেন তিনি। করজোরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেও দেখা যায় সুনক দম্পতিকে।

তিনি অক্ষরাধাম মন্দিরে যাবেন, এমন ইচ্ছা আগেই জানিয়ে রেখেছিলেন ঋষি সুনক। ভারতে আসার পরই সংবাদসংস্থার মুখোমুখি হয়ে তিনি বলেন সম্মেলনের মাঝেই ঘুরে আসবেন মন্দিরে। যুক্তরাজ্যেও বিভিন্ন সময় ভারতীয় তথা হিন্দু রীতি বা উৎসব পালন করতে দেখা গিয়েছে ঋষি সুনককে।

শনিবার ৯ অগাস্ট ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক আয়োজিত নৈশভোজে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন তার স্ত্রীও। প্রধানমন্ত্রী হওয়ার পর এইবারই প্রথম ভারতে এলেন ঋষি সুনক।

অন্যদিকে, রবিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধের সামনে জড়ো হয়েছিলেন বিশ্বের প্রথম সারির রাষ্ট্রনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক— জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা সকল প্রতিনিধিই উপস্থিত হয়েছিলেন রাজঘাটে।

XS
SM
MD
LG