অ্যাকসেসিবিলিটি লিংক

শনিবার শুরু জি-২০ সামিট, প্রেসিডেন্ট বাইডেন-এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর পার্শ্ব বৈঠক ও নৈশভোজ শুক্রবারই


শনিবার শুরু জি-২০ সামিট, প্রেসিডেন্ট বাইডেন-এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর পার্শ্ব বৈঠক ও নৈশভোজ শুক্রবারই
শনিবার শুরু জি-২০ সামিট, প্রেসিডেন্ট বাইডেন-এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর পার্শ্ব বৈঠক ও নৈশভোজ শুক্রবারই

শনিবার ৯ অগাস্ট থেকে ভারতে শুরু হচ্ছে দু'দিনের জি-২০ শীর্ষ সম্মেলন। সেই বৈঠকে যোগ দিতেই ভারতে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তার বিমান এসে নামে ভারতের রাজধানী দিল্লিতে। শনিবারের সম্মেলন শুরুর আগে শুক্রবারের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠকে বসছেন প্রেসিডেন্ট বাইডেন। রয়েছে নৈশভোজের ব্যবস্থাও। এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে বিশেষ কৌতূহল দেখা দিয়েছে।

বৈঠকের প্রধান অ্যাজেন্ডা হল ভারত, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইজরায়েল ও সংযুক্ত আরব আমিশাহীর মধ্যে একটি বন্দরসংযুক্তিকরণ প্রকল্প। সংবাদ সূত্রের খরব এই বৈঠকে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রেও জোর দেওয়া হবে। তার মধ্যে রয়েছে জিই জেট ইঞ্জিন, এম-৯ রিপার্স, ৬জি টেলি যোগাযোগ ইত্যাদি। তাছাড়া পারমানবিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারেও আলোচনা হতে পারে।

শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-এর ‘এয়ারফোর্স ওয়ান’। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন ভারতের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী ভিকে সিংহ। আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটন হোটেলে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদীর ও তার সঙ্গীদের জন্যও ওই হোটেলের ৪০০টি ঘর বুক করা হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন-এর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনেই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন-এর সঙ্গে এক প্রস্থ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময়ে জেট ইঞ্জিনের যৌথ উৎপাদন, এমকিউ-৯বি ড্রোনের অ্যাসেম্বলির বিষয়ে ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনা অনেকটাই এগিয়েছিল। পর্যবেক্ষকরা মনে করছেন শুক্রবারের বৈঠকে সেই বিষয়েই আরও বিশদে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

XS
SM
MD
LG