অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বললেন ‘জয় শ্রীরাম’


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বললেন ‘জয় শ্রীরাম’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বললেন ‘জয় শ্রীরাম’

ভারতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ৮ অগাস্ট রাজধানী দিল্লিতে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক। স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে শুক্রবার তিনি নামেন দিল্লি বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। ভারতের পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঋষি ও তার স্ত্রীকে ‘জয় শ্রীরাম’ বলে অভ্যর্থনা জানান তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেও ঋষি সুনক জন্মসূত্রে ভারতীয়। তার পরিবার থাকে ভারতে। তিনি ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির জামাতা। তাই ভারতের সঙ্গে ঋষি সুনক-এর যোগাযোগ অনেক পুরনো। প্রধানমন্ত্রী হওয়ার পর অবশ্য এই প্রথমবার ভারতে এলেন তিনি।

বিমানবন্দরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর হাতে উপহার তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই উপহার সামগ্রীর মধ্যে ছিল রুদ্রাক্ষের মালা, ভগবত গীতা ও হনুমান চালিশা।

ভারতের মাটিতে পা দিয়ে ঋষি বললেন, এখানে আসা তার কাছে নিশ্চিতভাবে আলাদা। সেইসঙ্গে ‘ভারতের জামাই’ হিসেবে মজাও করেন সাংবাদিকদের সঙ্গে। ভারতের বিমানে ওঠার আগে ঋষি সুনক এক্স হ্যান্ডেল (পূর্বে ট্যুইটার)-এ পোস্ট করে বলেছিলেন, "আমি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জি-২০ সম্মেলনে যাচ্ছি। বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করা, আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলাই আসল লক্ষ্য।"

ঋষি সুনককে ‘জয় শ্রীরাম’ বলে অভ্যর্থনা জানানো নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না দেশের বিজেপি বিরোধীরা। তাদের কথায়, আন্তর্জাতিক সম্মেলনকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। যা একেবারেই কাম্য নয়। তবে বিজেপি শিবিরের বক্তব্য, ভারতের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সম্পর্ক অনেক দিনের। সেই কথা মাথায় রেখেই এমন অভ্যর্থনা জানানো হয়েছে ঋষি সুনককে।

উল্লেখ্য, সপ্তাহ তিন আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি রাম কথা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঋষি সুনকের মুখে শোনা গিয়েছিল ‘জয় শ্রীরাম’। একজন হিন্দু হিসেবে এই অনুষ্ঠানে যে তার যোগদান, তাও জানাতে ভোলেননি সুনক। একই ধারায় ভারতে অভ্যর্থনা জানানো হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে, এমনটাই বক্তব্য বিজেপি শিবিরের।

XS
SM
MD
LG