অ্যাকসেসিবিলিটি লিংক

জি-২০ সামিট: রাজধানীতে দু'দিনের মধ্যাহ্নভোজ ও নৈশভোজে অতিথিদের জন্য সোনা-রুপোর বাসন


জি-২০ সামিট: রাজধানীতে দু'দিনের মধ্যাহ্নভোজ ও নৈশভোজে অতিথিদের জন্য সোনা-রুপোর বাসন
জি-২০ সামিট: রাজধানীতে দু'দিনের মধ্যাহ্নভোজ ও নৈশভোজে অতিথিদের জন্য সোনা-রুপোর বাসন

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর, শনি ও রবিবার ভারতের রাজধানী নয়া দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন প্রায় ২৫টি দেশের শীর্ষ নেতারা। থাকবেন উচ্চপদস্থ কূটনীতিক ও আমলারাও। জি- ২০-র প্রতিনিধিদের স্বাগত জানাতে ইতিমধ্যে প্রস্তুত হয়ে উঠেছে দেশের রাজধানী শহর। এই সম্মেলন চলাকালীন মধ্যাহ্নভোজ এবং নৈশভোজে ভিভিআইপি অতিথিদের জন্য বিশেষ আয়োজনেও চমক রেখেছে কেন্দ্রের মোদী সরকার।

বিদেশি অতিথি অভ্যাগতদের জন্য সোনা-রুপোর টেবিলওয়্যারে খাবার পরিবেশন করা হবে। আর সেই পাত্রে খোদাই করা থাকবে ভারতবর্ষের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা নিদর্শন। সোনার থালা মানে অবশ্য পুরোটাই সোনার নয়। গোল্ড প্লেটেড, অর্থাৎ সোনার জল করা।

জি-২০ সামিট: রাজধানীতে দু'দিনের মধ্যাহ্নভোজ ও নৈশভোজে অতিথিদের জন্য সোনা-রুপোর বাসন
জি-২০ সামিট: রাজধানীতে দু'দিনের মধ্যাহ্নভোজ ও নৈশভোজে অতিথিদের জন্য সোনা-রুপোর বাসন

এই অনুষ্ঠানের জন্য প্রায় ২০০ জন কারিগর ১৫ হাজারের বেশি রুপোর পাত্র তৈরি করেছেন। রাজস্থানের জয়পুরের বিখ্যাত ধাতুর পাত্র তৈরির কারখানা আইরিস-জয়পুর এই পাত্রগুলি তৈরি করেছে। তাদের কর্ণধার সংবাদমাধ্যমে জানিয়েছেন, সোনা-রুপো দিয়ে এই পাত্রগুলি তৈরি করতে দেশের "বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা এসেছেন। রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং দেশের আরও কয়েকটি রাজ্যের কারিগরদের দিনরাত পরিশ্রমে তৈরি হয়েছে এই পাত্রগুলি।"

জয়পুরের ফার্ম থেকে এই বিশেষ ধরনের সোনা-রুপোর পাত্রগুলি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লির একাধিক বিলাসবহুল হোটেলে, যেখানে সেগুলি ব্যবহৃত হবে ভিভিআইপি অতিথিদের জন্য। হোটেলগুলিতে লাঞ্চ এবং ডিনারে এই বিশেষ পাত্রগুলিই ব্যবহার করা হবে। সবকিছু ঠিকঠাক আছে কিনা, তা নিশ্চিত করার জন্য ওই কারখানাটি মঙ্গলবার একটি প্রিভিউ-এর আয়োজন করেছিল। যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।

তবে এইধরনের সোনা-রুপোর পাত্র তৈরির জন্য যেভাবে টাকা খরচ করা হয়েছে, তাতে ক্ষুব্ধ দেশের নাগরিকদের একাংশ। তারা ইতিমধ্যে কেন্দ্র সরকারের এভাবে টাকা খরচ করা নিয়ে বিরোধিতা শুরু করেছেন। কেন্দ্রের বিরুদ্ধে এইভাবে টাকা ব্যবহারের জন্য একইভাবে তোপ দেগেছেন বিরোধীরাও।

XS
SM
MD
LG