অ্যাকসেসিবিলিটি লিংক

জি-২০ সামিট: ভারতে শীর্ষ সম্মেলন বসবে রাজধানী দিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে


ভারতের রাজধানী নয়া দিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টার
ভারতের রাজধানী নয়া দিল্লির ভারত মন্ডপম কনভেনশন সেন্টার

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ৯ সেপ্টেম্বর থেকে আয়োজিত হবে জি-২০ শীর্ষ সম্মেলন। সেই উপলক্ষে ভারতে আসছেন সারা পৃথিবীর প্রথম সারির রাষ্ট্রনেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন-সহ প্রায় ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নেতারা যোগ দেবেন সেই সম্মেলনে। যা অনুষ্ঠিত হবে ভারত মণ্ডপম আন্তর্জাতিক প্রদর্শনী কনভেনশন সেন্টারে।

গত জুলাই মাসে এই কনভেনশন সেন্টার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ২৭০০ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে এই কনভেনশন সেন্টার। ১২৩ একর এলাকার ওপর তৈরি এই কেন্দ্রটি বর্তমানে দেশের মধ্যে বৃহত্তম সম্মেলন এবং প্রদর্শনী কেন্দ্র, যার ভেতরে কনভেনশন সেন্টার, অ্যাম্ফিথিয়েটার, ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক-সহ অত্যাধুনিক ব্যবস্থা এবং সুবিধা রয়েছে।

ভারত মণ্ডপম নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তৈরি হয়েছে। যেমন এর নামের উৎপত্তি কোথা থেকে, স্থাপত্য কীরকম, কী কী সুবিধা মিলবে-সহ নানা বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। রইল ভারত মন্ডপম নিয়ে কিছু আকর্ষণীয় তথ্য।

১) ভারত মণ্ডপম এই নামটির শিকড় ভগবান বাসবেশ্বরের অনুভব মণ্ডপম থেকে পাওয়া যায়।

২) দিল্লির প্রগতি ময়দানে অবস্থিত এই সম্মেলন কেন্দ্রটির স্থাপত্য ভারতীয় ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত। এর উপরের আকৃতি অনেকটা শঙ্খের মতো এবং এর কনভেনশন সেন্টারের বিভিন্ন দেওয়াল ও সামনের অংশে নানারকম উপাদান চিত্রায়নের সাহায্যে তুলে ধরা হয়েছে, যার মধ্যে অন্যতম সূর্য শক্তি বা সৌরশক্তি।

৩) এই সেন্টারটির ভিতর প্রায় সাত হাজার জন মানুষ বসতে পারেন, যা অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি অপেরা হাউসে বসার ক্ষমতার চেয়েও বেশি। এখানকার অ্যাম্ফিথিয়েটারে ৩০০০ জনের বসার ব্যবস্থা রয়েছে।

৪) প্রগতি ময়দানের এই কমপ্লেক্সে একাধিক অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। যেমন, মিটিং রুম, লাউঞ্জ, অডিটোরিয়াম-সহ একটি ছোটখাটো মার্কেট রয়েছে এর ভিতর। যা যে কোনও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য আদর্শ।

৫) এর পাশাপাশি ভারত মন্ডপমের সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু নটরাজ মূর্তি, যার উচ্চতা ২৮ ফুট।

XS
SM
MD
LG