অ্যাকসেসিবিলিটি লিংক

ঐতিহাসিক: রওনা হয়ে গেছে ভারতের প্রথম সূর্যযান আদিত্য, ঢুকে পড়েছে সূর্যর প্রথম কক্ষপথে, করছে সঠিকভাবে কাজ


শনিবারই পিসএলভি সি-৫৭ রকেটের আপার স্টেজ থেকে বিচ্ছিন্ন হয়েছে আদিত্য এল-১। এবার পৃথিবীর কক্ষপথে পাক খেয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে। প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি।
শনিবারই পিসএলভি সি-৫৭ রকেটের আপার স্টেজ থেকে বিচ্ছিন্ন হয়েছে আদিত্য এল-১। এবার পৃথিবীর কক্ষপথে পাক খেয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে। প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি।

শনিবার ২ সেপ্টেম্বর ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা হয়েছিল ভারতের প্রথম সূর্যযান আদিত্য এল-১। শনিবারই মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে সূর্যের প্রথম কক্ষপথে ঢুকে পড়েছিল সে। তার পরবর্তী গন্তব্যই সূর্য। ১২০ দিন ধরে একটু একটু করে সেই লক্ষ্যেই তার এগোনোর কথা। আর সেই কাজ একদম সঠিকভাবেই করছে আদিত্য, জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রওনা দেওয়ার ২৪ ঘণ্টা পর তারা জানালেন, সম্পূর্ণ সুস্থ আছে আদিত্য। স্বাভাবিকভাবেই কাজ করছে সে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক থেকে সফলভাবে প্রথম আর্থ বাউন্ড ম্যানুভারের কাজ শেষ হয়েছে। এখন ২৪৫×২২৪৫৯ কক্ষে রয়েছে সেটি। পরবর্তী আর্থ বাউন্ড ম্যানুভার আগামী ৫ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত তিনটে নাগাদ তার কাজ শুরু করবে।

শনিবারই পিসএলভি সি-৫৭ রকেটের আপার স্টেজ থেকে বিচ্ছিন্ন হয়েছে আদিত্য এল-১। এবার পৃথিবীর কক্ষপথে পাক খেয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে। প্রায় সাড়ে ১০ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি। ইসরো জানিয়েছে, মহাকাশযানটিকে সূর্য-পৃথিবীর মধ্যে একটি ‘হ্যালো’ কক্ষপথের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে স্থাপন করা হবে।

এই ল্যাগরেঞ্জ পয়েন্টে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে স্যাটেলাইট আদিত্য এল-১ স্থির থাকতে পারবে। আদিত্য এল-১ এ সাতটি পেলোড রয়েছে। ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি (ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি) পেলোড রোজ সূর্যের ছবি তুলে পাঠাবে গ্রাউন্ড স্টেশনে। অন্য পেলোডগুলি হল– আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট (এসপিইএক্স), সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্ট্রোমিটার (এসওএলইএক্সএস), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেক্ট্রোমিটার (এইচইএল১ওএস) এবং প্লাজমা অ্যানালাইজার প্যাকেজ ফর আদিত্য (পিএপিএ)।

XS
SM
MD
LG