অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া-র ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি গঠিত, নতুন মুখ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়


ভারতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া-র ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি গঠিত, নতুন মুখ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভারতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া-র ১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি গঠিত, নতুন মুখ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়

১৩ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি গঠন করল ভারতে বিজেপি বিরোধীদের ‘ইন্ডিয়া’। এই কমিটিই আপাতত জোটের সর্বোচ্চ নীতি নির্ধারকের ভূমিকা পালন করবে, মহারাষ্ট্রের মুম্বইয়ে চলা ‘ইন্ডিয়া’র বৈঠকে এই মর্মেই সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই কমিটিতে আছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১৩ সদস্যের কমিটিতে সিপিআই-এর ডি রাজা আছেন। কিন্তু সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বা তার দলের কারও নাম নেই। রাজা এবং সীতারাম দু’জনেই মুম্বইয়ের বৈঠকে উপস্থিত আছেন।

কমিটির চেয়ারম্যান হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। কমিটির বাকি সদস্যরা হলেন, কংগ্রেসের কেসি বেণুগোপাল, ডিএমকে-র এমকে স্ট্যালিন, আরজেডির তেজস্বী যাদব, জেডিইউ-র লালন সিং, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সরেন, এনসিপি-র শরদ পাওয়ার প্রমুখ।

সিপিএমের কেউ কমিটিতে না থাকার কোনও ব্যাখ্যা মেলেনি। রাজনৈতিক মহলের কারও কারও ধারণা, সীতারাম নিজে থাকতে চাননি। দলের কারও নামও প্রস্তাব করেননি। পরে হয়তো সিপিএম-এর কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

কমিটির মূল কাজ আসন নিয়ে শরিক দলগুলির মধ্যে বোঝাপড়া গড়ে তোলা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন জোটের ইস্তাহার প্রকাশ করে দেওয়া হোক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সব দলকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি প্রকাশের বিষয়ে মতামত জমা করার পরামর্শ দেন।

শুক্রবার ১ সেপ্টেম্বর-এর বৈঠকে ইন্ডিয়া জোটের লোগো প্রকাশ করার কথা। শোনা যাচ্ছে, সেটা কয়েকদিন পিছিয়ে যেতে পারে। জোটের চেয়ারম্যান, কনভেনর-এর নাম ঘোষণাও পিছোতে পারে। জোটের নেতারা মনে করছেন, মোদী সরকার লোকসভার ভোট এগোতে চাইছে কিনা আগামী কয়েক দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। তাছাড়া সংসদের বিশেষ অধিবেশন ডাকার উদ্দেশ্যও স্পষ্ট হবে কয়েকদিনের মধ্যে। ‘এক দেশ এক ভোট’ প্রস্তাব বাস্তবায়নে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে মাথায় রেখে কেন্দ্র যে কমিটি গড়েছে সেই ব্যাপারেও কথা হয় বৈঠকে। তবে কোনও প্রস্তাব গ্রহণ করা হয়নি। এখনও পর্যন্ত একটি মাত্র প্রস্তাব গৃহীত হয়েছে, তা হল, চাঁদে চন্দ্রযানের সফল অবতরণ নিয়ে। ইসরোর আগের এবং বর্তমান বিজ্ঞানী, কর্মচারীদের অবদানের প্রশংসা করা হয়েছে প্রস্তাবে।

XS
SM
MD
LG