অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কেন্দ্র সরকার সেপ্টেম্বরে ডাকল সংসদের বিশেষ অধিবেশন, কৌতুহল রাজনৈতিক মহলে


ভারতের কেন্দ্র সরকার সেপ্টেম্বরে ডাকল সংসদের বিশেষ অধিবেশন, কৌতুহল রাজনৈতিক মহলে
ভারতের কেন্দ্র সরকার সেপ্টেম্বরে ডাকল সংসদের বিশেষ অধিবেশন, কৌতুহল রাজনৈতিক মহলে

আগামী ১৮ সেপ্টেম্বর ভারতে লোকসভার বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্রীয় সরকার। অধিবেশন চলবে ২২ তারিখ পর্যন্ত। পাঁচ দিনের এই অধিবেশনের কথা বৃহস্পতিবার ৩১ অগাস্ট ঘোষণা করেছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তবে আলোচ্য নিয়ে কোনও তথ্য জানাননি মন্ত্রী। কেন এই বিশেষ অধিবেশন, এজেন্ডা কী তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। গত ১১ অগাস্ট শেষ হয় সংসদের বর্ষাকালীন অধিবেশন। এত অল্প সময়ের ব্যবধানে কেন ফের অধিবেশন ডাকা হল তা এখনও স্পষ্ট নয়।

এই বিশেষ অধিবেশন ডাকা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কয়েকটি বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রথমত ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। মোদী সরকার এই সম্মেলনকে ভারতের একটা বিরাট বড় সাফল্য হিসেবে দেখাতে চায়। আগামী দিনে এই সম্মেলনকে হাতিয়ার করে ভারত বিশ্বগুরু এবং মোদী সেই ভারতের নায়ক, প্রধানমন্ত্রীর এই ভাবমূর্তি তুলে ধরে প্রচারে যেতে চায়, এমনটা বিশ্লেষণ পর্যবেক্ষকদের। তাদের একাংশের মত সংসদের বিশেষ অধিবেশনে এই ব্যাপারে নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিতে বিশেষ প্রস্তাব গ্রহণ করতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।

চন্দ্রযানের সফল উৎক্ষেপণ ও অবতরণ নিয়ে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে প্রস্তাব গ্রহণ করার ভাবনা আছে সরকারের।

দ্বিতীয় যে বিষয়টি নিয়ে চর্চা চলছে তা হল ফৌজদারী দণ্ডবিধি। সংসদের বিগত অধিবেশনের শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির সংশোধন চেয়ে তিনটি বিল রাজ্যসভায় পেশ করেছেন। এই তিনটি বিলকে বিরোধীরা বিশেষ গুরুত্ব না দিলেও সরকার পক্ষ বলছে, সংশোধিত আইন চালু হলে দেশে অপরাধ এবং সন্ত্রাস দমন এক নতুন মাত্রা পাবে। বিলটি এখন সংসদের স্থায়ী কমিটির বিবেচনাধীন।

গত ১১ অগাস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে। কিন্তু ইতিমধ্যেই সংশোধিত বিল নিয়ে সংশ্লিষ্ট কমিটির এক দফা বৈঠক হয়ে গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে মোদী সরকার সংশোধিত ফৌজদারী দণ্ডবিধি দ্রুত দেশে চালু করার পক্ষপাতী, যাতে এর সুফল লোকসভা ভোটের আগে দেশবাসীর সামনে তুলে ধরা যায়। ফলে সেই বিলটিও লোকসভা এবং রাজ্যসভা থেকে এই বিশেষ অধিবেশনে পাশ করিয়ে নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়া ভারতে স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে। এই সময় কোনও বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগে বাজিমাৎ করার চেষ্টা করতে পারে - এই ভাবনাও দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

XS
SM
MD
LG