অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কেন্দ্র সরকারের সংখ্যালঘু স্কলারশিপে জালিয়াতি, ২১ রাজ্যে অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই


বুধবার (৩০ অগাস্ট) দেশের ২১টি রাজ্যে এই জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই।
বুধবার (৩০ অগাস্ট) দেশের ২১টি রাজ্যে এই জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই।

ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের প্রতি বছর বড় অঙ্কের টাকা স্কলারশিপ বাবদ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু মন্ত্রক। সেই প্রকল্পে এবার বড়সড় জালিয়াতি ধরা পড়েছে। বুধবার ৩০ অগাস্ট দেশের ২১টি রাজ্যে এই জালিয়াতি নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। এই তালিকায় পশ্চিমবঙ্গও আছে।

সংখ্যালঘু মন্ত্রক সূত্রে খবর, তাদের প্রাথমিক তদন্তে প্রায় ৮৪০টি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে, যেগুলি ভুয়ো পড়ুয়ার তালিকা পেশ করে মোটা অঙ্কের টাকা স্কলারশিপ বাবদ তুলে নিয়েছে।

সংখ্যালঘু মন্ত্রকের ওই স্কলারশিপ পেয়ে থাকে মুসলিম, খ্রিষ্টান, শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বী পড়ুয়ারা। কেন্দ্রের মোদী সরকার ২০১৭ সালে এই স্কলারশিপ স্কিম চালু করে। গত বছর ২০২২ সালে স্কিমের পাঁচ বছর পূর্তি উপলক্ষে প্রকল্পের অগ্রগতি যাচাই করতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে সংখ্যালঘু মন্ত্রক সমীক্ষার কাজ শুরু করে। সেই সমীক্ষাতেই জানা যায় অসংখ্য ভুয়ো সংস্থা তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। সবচেয়ে বেশি অর্থ আত্মসাৎ করেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশ ও অসমের জালিয়াতেরা। তবে ভুয়ো সংস্থা পশ্চিমবঙ্গেও যথেষ্ঠ বেশি।

সংখ্যালঘু মন্ত্রক সূত্রে বলা হয়েছে, জুলাই মাসে বিষয়টি সিবিআইকে জানানো হয়। সিবিআই প্রাথমিক নথিপত্র খতিয়ে দেখে বুধবার তল্লাশি অভিযান শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গে কোন কোন এলাকায় সিবিআই এই জালিয়াতি নিয়ে তদন্ত চালাচ্ছে তা এখনও জানা যায়নি।

XS
SM
MD
LG