অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মহারাষ্ট্রের মুম্বইতে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের দিনই বৈঠক ডাকল বিজেপি শরীক জোট ‘এনডিএ’


বৃহস্পতি ও শুক্রবার, ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর  মহারাষ্ট্রের মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। ওই দুই দিনই মুম্বইতে অনুষ্ঠিত হবে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোটের বৈঠকও।
বৃহস্পতি ও শুক্রবার, ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর  মহারাষ্ট্রের মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। ওই দুই দিনই মুম্বইতে অনুষ্ঠিত হবে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোটের বৈঠকও।

ভারতে সদ্য তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র মোকাবিলায় এক নতুন কৌশল নিয়েছে বিজেপি ও তাদের জোট এনডিএ।

বৃহস্পতি ও শুক্রবার, ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। ওই দুই দিনই মুম্বইতে অনুষ্ঠিত হবে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোটের বৈঠকও। মহারাষ্ট্রে শাসক জোটে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী ছাড়াও আছে বিজেপি এবং এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠী, দু’দিন ধরে এই তিন দলের নেতারা রাজ্য ও জেলা ভিত্তিক আলোচনা করবেন।

মুম্বইতে ইন্ডিয়া জোটের কর্মসূচি এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে মুম্বইয়ের বৈঠকের আয়োজক মহারাষ্ট্র বিকাশ আগাড়ির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার জোটের লোগো প্রকাশ করা হবে। এছাড়া জোটের বার্তাবাহী একটি স্লোগানও চালু করা হতে পারে। কথা হবে যৌথ আন্দোলন এবং আসন সমঝোতার ফরমুলা নিয়ে।

তবে রাজনৈতিক মহলে আরও গুরুত্বপূর্ণ আলোচ্য হল, ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন এবং আহ্বায়ক নির্বাচন করা। এর বাইরে নতুন শরিক দলকে যুক্ত করার কথা আছে নয়া জোটে। শিবসেনার (উদ্ধব গোষ্ঠী)-র নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের কিছু দল জোটে যোগ দেবে। প্রসঙ্গত, এখন ইন্ডিয়া জোটের শরিক সংখ্যা ২৬। অন্যদিকে বিজেপি- নেতৃত্বাধীন এনডিএ-তে আছে ৩৮টি দল।

গত জুলাই মাসে কর্ণাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই দিল্লিতে এনডিএ-র বৈঠক ডেকেছিলেন বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকটি হয়েছিল দীর্ঘদিন বাদে। রাজনৈতিক মহলের অভিমত, কর্নাটকের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি এবং বিরোধীদের জোটবদ্ধ হতে দেখে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ফের এনডিএ-কে চাঙ্গা করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতি ও শুক্রবার মহারাষ্ট্র এনডিএ-র কর্মসূচি সম্পর্কে দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তিন দলের নেতারা মুম্বইতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারি বাংলোয় বৈঠকে বসে আসন সমঝোতা এবং নির্বাচনী ইস্যু, বিরোধীদের মোকাবিলা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। শুক্রবারের আলোচনা হবে ভার্চুয়াল মাধ্যমে। মহারাষ্ট্রের নানা প্রান্ত থেকে তিন দলের নেতারা যোগ দেবেন বৈঠকে। সেই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়ে কথা হবে।

XS
SM
MD
LG