অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন সফল চন্দ্রাভিযানের বিজ্ঞানীদের সংবর্ধনার


ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন সফল চন্দ্রাভিযানের বিজ্ঞানীদের সংবর্ধনার
ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন সফল চন্দ্রাভিযানের বিজ্ঞানীদের সংবর্ধনার

ভারতের চন্দ্রযান ৩-এর সফল চন্দ্র অভিযানে জড়িয়ে রয়েছেন যে বিজ্ঞানীরা, তাদের সকলকে সংবর্ধনা দিতে চায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকার। সোমবার ২৮ অগাস্ট পশ্চিমবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন সূত্রে জানা যায়, এমনই ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, কেবল বাঙালি বিজ্ঞানীদের মধ্যে এই সংবর্ধনা সীমাবদ্ধ রাখতে চান না মুখ্যমন্ত্রী। তিনি সকল বিজ্ঞানীকেই চিঠি পাঠাবেন। সকলে যদি সময় দেন, তাহলে ইউনেস্কো যেমন পুজোর প্রোগ্রাম করেছিল কলকাতার রেড রোডে, তেমনই বিজ্ঞানীদের নিয়েও রাজ্য সরকার একটি অনুষ্ঠানের আয়োজন করতে চায়, এমনটাই খবর নবান্ন সূত্রে।

এর আগেই চন্দ্রযান ৩-এর সফল কারিগরদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তিনি সংবর্ধনাও দিতে চান তাদের। তবে এটা নির্ভর করছে, বিজ্ঞানীরা কতটা সময় দিতে পারবেন তাদের ব্যস্ত শিডিউল থেকে, তার উপর।

চাঁদের মাটিতে বিক্রমের পা দেওয়া পরপরই এই প্রকল্পের সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানীদের আলাদা করে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি চিঠি পাঠিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথকেও। সেখানেও জানিয়েছেন, বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান তিনি।

XS
SM
MD
LG