যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি দোকানে শনিবার তিন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী এক শ্বেতাঙ্গ ব্যক্তি। তার হাতে সোয়াস্তিকা চিহ্ন আঁকা অস্ত্র ছিল যা থেকে বর্ণ বিদ্বেষ প্রকাশ পায়।
জ্যাকসনভিলের শেরিফ টি কে ওয়াটার্স বলেন, মূলত আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত ঐ এলাকায় ডলার স্টোরে বন্দুকধারীর 'বর্ণবিদ্বেষী' হামলায় দুই পুরুষ ও এক নারী নিহত হয়।
১৯৩০ ও ১৯৪০-এর দশকে জার্মানির গণহত্যাকারী নাৎসি শাসক দলের প্রতীক আঁকা একটি আগ্নেয়াস্ত্র বহন করছিল ঐ ব্যক্তি। এর পাশাপাশি বন্দুকধারী গুলি চালানোর আগে বর্ণবাদী বিবৃতি দেয়। এরপর ঘটনাস্থলেই আত্মহত্যা করে।
শেরিফ জানান, “তিনি কৃষ্ণাঙ্গদের ঘৃণা করতেন”।
একই তারিখে মার্চ অন ওয়াশিংটনের ৬০তম বার্ষিকীতে রেভারেন্ড আল শার্পটনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষ ওয়াশিংটন ডিসিতে সমবেত হন। সেখানেই ১৯৬৩ সালে রেভারেন্ড মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত "আই হ্যাভ এ ড্রিম" ভাষণ দিয়েছিলেন।
শার্পটনের ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের জাতীয় বোর্ডের সদস্য রুডলফ ম্যাককিসিক শনিবার ওয়াশিংটন ডিসিতে ছিলেন না। তিনি বলেন, “বিড়ম্বনার বিষয় হলো, যেদিন আমরা ওয়াশিংটন মার্চের ৬০তম স্মরণসভা উদযাপন করছি, যেখানে ড. মার্টিন লুথার কিং উঠে দাঁড়িয়ে জাতিগত সমতা ও ভালোবাসার স্বপ্নের কথা বলেছেন, সেখানে আমরা এখনো এমন একটি দেশে বাস করছি যেখানে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়নি। বরং তা এখন ধর্মান্ধতায় রুপ নিয়েছে।“
২০ এর কোঠায় থাকা বন্দুকধারী বুলেট প্রতিরোধী জ্যাকেট পরে একটি গ্লক হ্যান্ডগান এবং একটি এআর -১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে। ওয়াটার্স বলেন, ঐ ব্যক্তি একাই এই ঘটনা ঘটায় এবং তিনি কোনো গ্রুপের অংশ ছিলেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হামলার কিছু সময় আগে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং একটি গণমাধ্যমে লিখিত বিবৃতি দিয়ে বন্দুকধারী জানায়, জ্যাকসনভিলে একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালে দুই জনকে হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে এই হামলা চালানো হয়েছে। ঐ হত্যাকারী পরে আত্মহত্যা করে।