ভারতে স্কুল স্তরের শিক্ষায় পরীক্ষার নিয়মে আসতে চলেছে এক বড় পরিবর্তন। কেন্দ্রীয় শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা চূড়ান্ত বর্ষের পরীক্ষা দু’বার দিতে পারবে। দুই পরীক্ষার মধ্যে তাদের সেরা নম্বর চূড়ান্ত ফল হিসাবে গ্রাহ্য হবে।
কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের সূত্র উল্লেখ করে সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে। সূত্র থেকে আরও জানা গেছে, কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়াদের দুটি ভাষা বাধ্যতামূলকভাবে পড়তে হবে। তার মধ্যে একটি ভাষা অবশ্যই দেশীয় ভাষা হতে হবে। জানা গেছে, পরিবর্তন আসছে পরীক্ষার মূল্যায়নেও। কোচিংয়ের নোট এবং মুখস্ত বিদ্যার উপর লাগাম দিতে পরীক্ষা নেওয়া হবে সিলেবাস সম্পর্কে শিক্ষার্থীর উপলব্ধি বিচার করে।
শিক্ষা মন্ত্রকের বক্তব্য, জাতীয় শিক্ষানীতির আধারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দু’বার পরীক্ষায় বসা বাধ্যতামূলক নয়। পরীক্ষার্থীরা চাইলে দু'বার পরীক্ষা দেওয়ার সুযোগ নিতে পারবে।
বলা হয়েছে, বছরে দু’বার পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে সেই সব পরীক্ষার্থীর কথা বিবেচনায় রেখে যারা কোনও কারণে পরীক্ষায় ভাল ফল করতে পারছে না। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে, একবার পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হলে শিক্ষার্থীর প্রতি অবিচার করা হয়।
সরকারি সূত্র জানিয়েছে, ২০২৪ থেকে নতুন পরীক্ষা পদ্ধতি চালু করা হবে। নতুন পরীক্ষা পদ্ধতির কথা বিবেচনায় রেখে বদলানো হবে সিলেবাস বা পাঠ্যক্রমও।