অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন দিল বিশ্ব কুস্তি ফেডারেশন, বড় দুশ্চিন্তায় ভারতের তারকা কুস্তিগিররা


ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন দিল বিশ্ব কুস্তি ফেডারেশন, বড় দুশ্চিন্তায় ভারতের তারকা কুস্তিগিররা
ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন দিল বিশ্ব কুস্তি ফেডারেশন, বড় দুশ্চিন্তায় ভারতের তারকা কুস্তিগিররা

ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন দিল বিশ্ব কুস্তি সংস্থা। তারা এই মর্মে একটি ইমেল পাঠিয়েছে দিল্লি অফিসে। এই ঘটনায় ভারতীয় ক্রিড়ামহলে শোরগোল পড়ে গিয়েছে।

এর ফলে ভারতীয় কুস্তিগিররা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কোনও টুর্নামেন্টে নামতে পারবেন না। বহুদিন ধরেই নানা অনৈতিক কাজকর্ম চলছে ভারতীয় কুস্তি সংস্থায়। কিছুদিন আগেই যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছেন বিদায়ী সভাপতি ব্রিজভূষণ সিং। তার বিষয়টি বিচারাধীন রয়েছে।

তার মধ্যেই এল এই নির্বাসনের খবর। আগে বলা হয়েছিল ১২ অগাস্ট জাতীয় অ্যাসোসিয়েশন-এর নির্বাচন হবে। কিন্তু সেটি ফের পিছিয়ে গিয়েছে। কারণ পাঞ্জাব ও হরিয়ানা আদালত নির্দেশ দিয়েছে ভোট পিছিয়ে দেওয়ার। ফলে আরও জটিলতা বেড়েছে।

ব্রিজভূষণ সিংকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে বহুদিন ধরে সেই পদ ফাঁকা রয়ে গিয়েছে। তাই আন্তর্জাতিক কুস্তি সংস্থা দেখেছে ভারত তাদের কোনও নিয়ম পালন করছে না। তারা বহুবার শোকজ করেছে এই ইস্যুতে। কিন্তু জাতীয় সংস্থার কর্তারা কোনও উচ্চবাচ্য করেননি। তারই খেসারত দিতে হবে দেশের তারকা কুস্তিগিরদের। এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিক্স-এর আগে এটা বড় সমস্যা হিসেবে দেখা দিল।

নিজ ক্ষমতা বলে হরিয়ানা নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। এই নিয়ে বাকি রাজ্যগুলো অভিযোগ জানিয়েছে দিল্লি আদালতে।

হরিয়ানা এমনিতেই ভারতীয় কুস্তি সংস্থায় ভোটের অধিকার পায় না। তাই তারা কী করে এই দায়িত্ব পেল সেই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বলা হয়েছে ঘুর পথে সুযোগ করে দেওয়া হয়েছে হরিয়ানাকে।

হরিয়ানার কর্তাদের দাবি তাদের রাজ্য থেকে দেশ পেয়েছে বহু তারকাকে। তাদের কুস্তি পরিকাঠামোও খুব ভাল। তারা এই ক্ষমতার যোগ্যতা রাখে।

XS
SM
MD
LG