অ্যাকসেসিবিলিটি লিংক

সংসদ পদ ফিরে পেয়েও সাংসদ হিসাবে পুরনো বাংলোয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফেরা নিয়ে জল্পনা


সংসদ পদ ফিরে পেয়েও সাংসদ হিসাবে পুরনো বাংলোয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফেরা নিয়ে জল্পনা
সংসদ পদ ফিরে পেয়েও সাংসদ হিসাবে পুরনো বাংলোয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফেরা নিয়ে জল্পনা

ভারতের সুপ্রিম কোর্ট মোদী পদবীধারীদের মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শাস্তির উপর স্থগিতাদেশ জারি করার পর লোকসভার সদস্যপদ ফিরে পেয়েছেন তিনি। লোকসভার হাউস কমিটি এরপর তার কাছে জানতে চায় তিনি সাংসদ হিসাবে তার ঠিকানা ১২, তুঘলক লেনের বাংলোতেই ফের থাকতে চান কি না।

সিদ্ধান্ত নিতে ১৫ দিন সময় দিয়ে বুধবার ২৩ অগাস্টের মধ্যে রাহুলের জবাব চেয়েছিল হাউস কমিটি। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ওয়ানাডের সাংসদ হাউস কমিটির চিঠির জবাব দেননি এখনও পর্যন্ত।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে রাহুল তাহলে পুরনো বাংলোয় ফিরতে চান কি না তাই নিয়ে। ২০০৫ সাল থেকে তুঘলক রোডের বাংলোয় থাকছিলেন তিনি। গত ২৩ মার্চ গুজরাতের সুরাতের আদালত মোদী পদবিধারীদের মানহানির মামলায় তাকে দু বছর কারাবাসের সাজা দেওয়ায় সঙ্গে সঙ্গে রাহুলের লোকসভার সদস্যপদ চলে যায়। এক মাসের মধ্যে তাকে এই বাংলো ছেড়ে দেওয়ার নোটিস ধরায় হাউস কমিটি।

কংগ্রেস সূত্রে খবর, রাহুল অন্য বাংলো দেখছেন। ইতিমধ্যে দিল্লির ৭, সফদরজং লেনের বাংলোটি দেখেছেন তিনি। তবে সিদ্ধান্ত নেননি। আরও কয়েকটি ফাঁকা বাংলো দেখবেন। পছন্দ না হলে তখন তুঘলক রোডের বাংলোয় ফেরার কথা ভাববেন।

কংগ্রেস সূত্র বলা হচ্ছে, রাহুল গান্ধী আসলে আগের বাংলোয় ফিরতে চান না। দলীয় সতীর্থদের তিনি বলেছেন, লোকসভার সদস্যপদ চলে যেতে তাকে একপ্রকার ধাক্কা দিয়ে ওই বাংলো ছাড়া করা হয়। তাই আর পুরনো বাংলোয় না ফেরাই তার ইচ্ছে। তবে পছন্দসই বাংলো না পেলে পুরনো বাংলোতেই ফিরবেন, যদি না লোকসভার হাউস কমিটি অন্য কাউকে সেটি বরাদ্দ করে দেয়। রাহুল এখন থাকেন মা সনিয় গান্ধীর সঙ্গে ১০ জনপথের বাংলোয়।

XS
SM
MD
LG