অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত: জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর


বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত: জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর
বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারত: জোহানেসবার্গ থেকে ভার্চুয়ালি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

বুধবার ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদে সফল অবতরণের সময়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র সরাসরি সম্প্রচারের পর্দায় বিক্রম ল্যান্ডার-এর পাশে অর্ধেক স্ক্রিন জুড়ে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদে অবতরণ করতেই কালবিলম্ব না করে জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "চোখের সামনে এভাবে ইতিহাস তৈরি হওয়া যখন আমরা দেখতে পাই, জীবন ধন্য হয়ে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এই মুহূর্ত উন্নত ভারতের শঙ্খনাদের, এই মুহূর্ত ভারতের জয় ঘোষণা করছে। এই মুহূর্ত জয়ের চন্দ্রপথে চলার মুহূর্ত।"

চন্দ্রযানের চাঁদে অবতরণের মুহূর্তে গতবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ইসরো দফতরে ছিলেন না। ব্রিকস সম্মেলনের জন্য তিনি রয়েছেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ-এ। চন্দ্রযানের অবতরণের মুহূর্তে সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইসরো কন্ট্রোল রুমের সঙ্গে জুড়ে ছিলেন প্রধানমন্ত্রী। সমগ্র দেশবাসীর সঙ্গে তিনিও চন্দ্রযানের চাঁদে অবতরণ দেখেন।

চন্দ্রযান চাঁদে অবতরণ করতেই ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ঘোষণা করেন, "ভারত চাঁদে পৌঁছেছে। সফ্ট ল্যান্ডিং করতে পেরেছে চন্দ্রযান।" ইসরো চেয়ারম্যান এই দু’লাইন বলেই প্রধানমন্ত্রীকে কিছু বলতে বলেন।

ইসরো-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দেশবাসীকে পরিবারজন সম্মোধন করে প্রধানমন্ত্রী বলেন, "দেশের ১৪০ কোটি মানুষকেও আমি এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।"

প্রধানমন্ত্রীর কথায়, "ভারত চাঁদের এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে পৃথিবীর আর কোনও দেশ পৌঁছতে পারেনি। আজ থেকে চাঁদকে নিয়ে মিথ, নানা প্রবাদ বদলে যাবে। আমরা পৃথিবীর লোকেরা চাঁদকে মামা বলি। আগে বলা হত, চাঁদ মামা অনেক দূরকে হ্যায়। এর পর এমন একটা সময় আসবে যখন ছোট ছেলেমেয়েরা বলবে চাঁদ মামা একটা ট্যুর মাত্র।"

প্রধানমন্ত্রী এদিন বলেন, "ভবিষ্যতের জন্য আমাদের আরও কর্মসূচি রয়েছে। সূর্যের কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য ইসরো শীঘ্রই আদিত্য-এলওয়ান মিশন শুরু করতে চলেছে। এবার শুক্র গ্রহও ইসরোর কর্মসূচিতে রয়েছে। হিউম্যান ফ্লাইট মিশনের প্রস্তুতিও চলছে। ভারত বারবার প্রমাণ করছে, দেশের সাফল্যের কোনও সীমা নেই।"

প্রধানমন্ত্রীর কথায়, “আজকের এই দিন দেশ চিরকাল মনে রাখবে। এই দিন আমাদের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে। হেরে গিয়েও কীভাবে জিতে ফিরে আসা যায় তা আজকের দিন মনে করাবে। তাই আবারও ইসরোর সমস্ত বৈজ্ঞানিকদের ধন্যবাদ ও অভিনন্দন।”

XS
SM
MD
LG