ভারতে সেপ্টেম্বর-অক্টোবর মাসে উৎসবের মরশুম শুরুর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর দিল সরকার। এবার থেকে এলটিসি বা ভ্রমণভাতায় বাড়তি সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে ডিএ বৃদ্ধির সম্ভাবনাও আছে। কর্মিবর্গ মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কর্মীদের ভ্রমণভাতা (লিভ ট্র্যাভেল কনসেশন অর্থাৎ এলটিসি) বাবদ যে অর্থ বরাদ্দ করা হত এতদিন, সেই প্রক্রিয়ায় কিছু বদল ঘটানো হবে। অর্থাৎ যে যে খাতে কর্মীরা এলটিসি বাবদ টাকা পেতেন, সেই পরিধি আরও বাড়ানো হল। আর একইসঙ্গে মহার্ঘভাতারও ঘোষণা হতে পারে এরই মধ্যে।
এলটিসিতে যে সুবিধাগুলি আসতে চলেছে সেগুলি হল - ট্রেন এবং বিমানযাত্রার ক্ষেত্রে কিছু সুবিধা পাবেন কর্মীরা। কর্মিবর্গ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে কোনও জরুরি কারণে বিমানযাত্রা অথবা রেলযাত্রা বাতিল করতে হলে, টিকিট বাতিল বাবদ যে মাশুল দিতে হবে তার খরচ বইবে সরকার। তবে এখানে শর্ত হল, টিকিট কাটতে হবে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই। অর্থাৎ আইআরসিটিসি, বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং অশোক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এই এজেন্সিগুলোর মাধ্যমে টিকিট কাটলে তবেই এই সুবিধা পাওয়া যাবে।
টিকিট কাটার সময়ই যদি একসঙ্গে খাবার বুক করা হয়, তাহলেও টাকা পাবেন কর্মীরা। এতদিন শুধুই টিকিটের ভাড়াটুকু পেতেন কেন্দ্রীয় কর্মচারীরা। যারা এলটিসির টাকায় বিমানযাত্রার আওতাভুক্ত নন, তাদের ক্ষেত্রেও কয়েকটি বিশেষ জায়গায় বিমানে ছাড় দেওয়া হচ্ছে। যেমন লাদাখ, উত্তর-পূর্ব ভারত এবং জম্মু কাশ্মীর যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রেও অবশ্য উল্লিখিত তিনটি এজেন্সি থেকেই বিমানের টিকিট কাটতে হবে।
এলটিসি ছাড়াও মহার্ঘভাতার ঘোষণাও হতে পারে। কেন্দ্রীয় কর্মীদের আরও ৩ শতাংশ ডিএ দিতে পারে সরকার। আগামী বছর লোকসভা নির্বাচন। সুতরাং তার আগেই কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে। জুলাই মাস থেকে যে মহার্ঘভাতা কার্যকর হওয়ার কথা, তা ৩ শতাংশ হচ্ছেই। সেক্ষেত্রেও কেন্দ্রীয় ডিএ পৌঁছবে ৪৫ শতাংশে।