অ্যাকসেসিবিলিটি লিংক

হন্ডুরাসের কারাগারে পুলিশি হানা


হন্ডুরাসের কারাগারে পুলিশি হানা
please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

বৃহস্পতিবার, ৩০ জুন, কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে হন্ডুরাসে। একদল বন্দীর হাতে কয়েক ডজন সহবন্দীরা নিহত হওয়ার কয়েক দিন পর দুটি উচ্চ নিরাপত্তাযুক্ত কারাগারে অপরাধী চক্রদের কাছ থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে এই পুলিশি অভিযান।

এই অভিযানে মজুত রাখা অস্ত্রকে নিশানা করা হয়। দুর্নীতিগ্রস্ত রক্ষীদের সহায়তায় চক্রের সদস্যরা এই অস্ত্র পাচার করেছে কারাগারে।

সরকার ঘোষণা করেছে, এক বছরের মধ্যে হন্ডুরাসের ২১টি কারাগারের নিয়ন্ত্রণ নেবে সামরিক পুলিশ। (এএফপি)

XS
SM
MD
LG