অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের জান্তা-জোটবদ্ধ মিলিশিয়ারা প্রচণ্ড সংঘর্ষের সময় বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়


মিয়ানমারের মানচিত্র
মিয়ানমারের মানচিত্র

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমবৃহস্পতিবার এক রিপোর্টে জানিয়েছে, অভ্যুত্থানবিরোধীযোদ্ধারা জান্তা-সমর্থিত মিলিশিয়া বাহিনী দলত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়ার পর বেশ কয়েকটি সীমান্ত ফাঁড়ি সংক্ষিপ্ত সময়ের জন্য দখল করে নেয়।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির বিভিন্ন অংশেলড়াই চলছে। কিছু প্রতিষ্ঠিত জাতিগোষ্ঠীগত বিদ্রোহী দল জান্তার বিরুদ্ধে নতুন পিপলস ডিফেন্স ফোর্সের পাশাপাশি প্রশিক্ষণ ও লড়াই করছে।

থাইল্যান্ডের সীমান্ত বরাবর দুর্গম কায়াহ রাজ্যটি এই লড়াই-এর মূল কেন্দ্রবিন্দু যেখানে হাজার হাজার গণতন্ত্রবাদী বিক্ষোভকারীরা পিডিএফ যোদ্ধায় পরিণত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বর্ডারগার্ড ফোর্সের (বিজিএফ) সদস্যদের দ্বারা পরিচালিত কায়াহ রাজ্যের পাঁচটি সীমান্ত চৌকি গত ১৩ জুন থেকে ১৯ জুনের মধ্যে অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের “ব্যাপক হামলার” শিকার হয়েছে।

সাবেক জাতিগোষ্ঠীগত বিদ্রোহীদের সমন্বয়ে গঠিত বর্ডার গার্ড বাহিনী এখন স্থানীয় স্বায়ত্তশাসন এবং লাভজনক ব্যবসায়িক অধিকারের বিনিময়ে সামরিক বাহিনীর সাথে কাজ করছে।

তাদেরকে প্রায়ই নিয়মিত সৈন্যদের পাশাপাশি মোতায়েন করা হয়।

মিয়ানমারের রাষ্ট্র সমর্থিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, দক্ষিণ-পূর্ব কায়াহর পানতাইনে বিজিএফ ঘাঁটিটির সঙ্গে যোগাযোগ কয়েক দিন ধরে বন্ধ ছিল।

প্রতিবেদনে বলা হইয়েছে, বিজিএফঘাঁটির যোদ্ধারা বিদ্রোহ শুরু করে এবং অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে রাষ্ট্র ও তাতমাদাও (সামরিক বাহিনীর) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে দলত্যাগীরা তাদের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়।

তারা আরও জানিয়েছে,সেনাবাহিনী ১৭ জুন বিমান ও গোলন্দাজ আক্রমণ চালিয়ে পান্তাইনের ঘাঁটিটি পুনরায় দখল করে নেয়।

মঙ্গলবার সেনাবাহিনী সুকপাইংয়ের আরেকটি বিজিএফ ঘাঁটি পুনরায় দখল করে নিয়েছে।

বিস্তারিত বিবরণ না দিয়ে বলা হয়,সামরিক বাহিনীর কর্মকর্তা ও অন্যান্য পদমর্যাদাভুক্তরা হামলায় হতাহত হয়েছে।

বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের মতে, কয়েক ডজন জান্তা সৈন্য দলত্যাগ করেছে যার বেশিরভাগক্ষমতাচ্যুতআইনপ্রণেতাদের সমন্বয়েগঠিতএবং যারাঅভ্যুত্থানটি বাতিলকরারজন্য কাজকরছে।

ফেব্রুয়ারি মাসে জান্তা স্বীকার করেযে তারা দেশটির এক তৃতীয়াংশেরও বেশি জনপদ “পুরোপুরি নিয়ন্ত্রণ” করতে পারেনি।

জান্তার তথ্য টিম জানিয়েছে,বৃহস্পতিবার মিয়ানমারের বাণিজ্যকেন্দ্র ইয়াঙ্গুনকে থাই সীমান্তের সঙ্গে সংযুক্তকারী মহাসড়কের একটি সেতুর ২০ মিটার পথ মাইনপেতে ধ্বংস করা হয়েছে।

স্থানীয় ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সামরিক বাহিনীর বিমান হামলায় উত্তরের সাগাইং অঞ্চলের একটি গ্রামে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

XS
SM
MD
LG