সিনেট প্যানেলের চেয়ারম্যানের মতে, এফবিআই এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হামলার আগে “ব্যাপক পরিমাণ গোয়েন্দা তথ্য” উপেক্ষা করেছে বা জরুরি মনে করেনি। মঙ্গলবার প্রকাশিত বিদ্রোহের আগে গোয়েন্দা ব্যর্থ হওয়া সংক্রান্ত সিনেটের নতুন এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে কীভাবে সংস্থাগুলো সহিংসতার সম্ভাবনাকে চিনতে এবং সতর্ক করতে ব্যর্থ হয়েছিল তার বিশদ বিবরণ দেয়া হয়েছে। তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কিছু সমর্থক অনলাইনে বার্তা এবং ফোরামে অবরোধের পরিকল্পনা করেছিল।
হোমল্যান্ড প্যানেলের ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মিশিগা্নের সিনেটর গ্যারি পিটার্স বলেন, হামলাটি “ক্যাপিটলে হামলা হতে পারে এমন হুমকি আঁচ করতে না পারার ব্যর্থতা” যা অনেকাংশে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার গোয়েন্দা ব্যর্থতা সম্পর্কে কমিশনের ফলাফলের প্রতিধ্বনি করে।
প্যানেলের সংখ্যাগরিষ্ঠ কর্মীদের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সম্প্রদায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পরিবর্তে অভ্যন্তরীণ হুমকির দিকে মনোনিবেশ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি এবং সরকারি গোয়েন্দা নেতারা সতর্ক করতে ব্যর্থ হয়েছে “এর আংশিক কারণ যে তারা ধারণা করতে পারেনি যে ইউএস ক্যাপিটল ভবনে দাঙ্গাবাজরা ঢুকে পড়বে।”