অ্যাকসেসিবিলিটি লিংক

বেইজিংয়ে আমেরিকার কর্তব্য নিষ্ঠা বিষয়ক প্রতিষ্ঠান বন্ধ করল চীন


বেইজিংয়ে ২৪ মার্চ একটি অফিস ভবনে মিন্টজ গ্রুপের বন্ধ করে দেয়া অফিস।
বেইজিংয়ে ২৪ মার্চ একটি অফিস ভবনে মিন্টজ গ্রুপের বন্ধ করে দেয়া অফিস।

চীনা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্তব্য নিষ্ঠা বিষয়ক প্রতিষ্ঠান মিন্টজ গ্রুপের বেইজিং অফিস বন্ধ করে দিয়েছে এবং এর পাঁচ কর্মীকে আটক করেছে।

ঐ কোম্পানির কর্মীরা সবাই চীনের নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে মিন্টজ বলেছে, "প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক আইনি নোটিশ তারা পায়নি এবং কর্তৃপক্ষকে তাদের কর্মীদের মুক্তি দেয়ার অনুরোধ জানিয়েছে।

মিন্টজ গ্রুপ একটি বহুজাতিক সংস্থা যারাতদন্ত এবং ব্যাকগ্রাউন্ড চেক পরিচালনা করেথাকে। ওয়াশিংটনসহ মিন্টজ গ্রুপের ১৮টি অফিস রয়েছে।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের এক উত্তেজনাপূর্ণ সময়ে চীনা কর্তৃপক্ষ ঐঅফিসটি বন্ধ করে দিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ওপর দিয়ে ওড়া চীনের একটি অনুসন্ধানী বেলুন যুক্তরাষ্ট্র ভূপাতিত করে। চীন দাবি করে যে বেলুনটিতে আবহাওয়া পর্যবেক্ষণের একটি যন্ত্র ছিল।

XS
SM
MD
LG