সিরিয়ার মধ্যাঞ্চলে এক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কে এই হামলার জন্য দায়ী করা হচ্ছে।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার হোমসের পূর্বাঞ্চলীয় পালমিরা এলাকায় ট্রাফল (কন্দ জাতীয় খাদ্য) সংগ্রহ করার সময় অন্তত ৭৫ জনের ওপর হামলা চালায় আইএস।ঐ হামলায় এক নারীসহ ১০ জন বেসামরিক নাগরিক এবং সিরিয়ার সরকারি বাহিনীর এক সদস্য নিহত হন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার খবর দিয়েছে। তবে নিহতের সংখ্যা কম করে দেখিয়েছে। বলেছে, আইএস “সন্ত্রাসীরা” মেশিনগান থেকে গুলি ছুড়ে এক নারীসহ চার বেসামরিক নাগরিককে হত্যা করেছে। বার্তা সংস্থাটি জানায় যে ঐ হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
২০২১ সালের এপ্রিলে চরমপন্থী গোষ্ঠীটি কেন্দীয় অঞ্চলের হামার শহরের পূর্ব এলাকার গ্রামাঞ্চলে একই ধরণের হামলা চালিয়ে ১৯ জনকে অপহরণ করেছিলো; যাদের বেশিরভাগই ছিলো বেসামরিক নাগরিক।সিরিয়া ও রাশিয়ার হেলিকপ্টারগুলো, মরুভূমিতে অবস্থিত আইএসের আস্তানা গুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের ফলে সৃষ্ট সিরিয়ার সংঘাতে প্রায় ৫ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আর, দেশটির প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।