অ্যাকসেসিবিলিটি লিংক

আইএস-কে সহায়তা করার দায়ে কানাডার নাগরিককে যুক্তরাষ্ট্রে ২০ বছরের কারাদণ্ড


যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বিচার বিভাগের দালানের সামনে দেশটির একটি পতাকা উড়ছে। সোমবার কানাডার এক নাগরিককে সিরিয়ায় ইসলামিক স্টেট সংগঠনকে সহায়তার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বিচার বিভাগের দালানের সামনে দেশটির একটি পতাকা উড়ছে। সোমবার কানাডার এক নাগরিককে সিরিয়ায় ইসলামিক স্টেট সংগঠনকে সহায়তার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ।

সিরিয়ায় ইসলামি স্টেট সংগঠনকে সহায়তার অভিযোগে সোমবার কানাডার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এডমন্টন, অ্যালবার্টার বাসিন্দা আবদুল্লাহি আহমেদ আবদুল্লাহিকে (৩৭) ২০১৯ সালে কানাডা থেকে স্যান ডিয়েগোতে হস্তান্তর করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২১ সালের ডিসেম্বরে আব্দুল্লাহি তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ স্বীকার করেন।

তার বিরুদ্ধে উত্তর আমেরিকার ৬ নাগরিককে সিরিয়া ভ্রমণ করতে সহায়তা করার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রের নাগরিকরা পরবর্তীতে আইএস সংগঠনে যোগ দেন।

এছাড়াও তহবিল গঠনের জন্য ২০১৪ সালে এডমন্টনের একটি গয়নার দোকানে সশস্ত্র ডাকাতি কার্যক্রম পরিচালনার বিষয়টিও স্বীকার করেন আব্দুল্লাহি।

৬ ব্যক্তির মধ্যে ৩ জন এডমন্টন নিবাসী তার আত্মীয়, ১ জন মিনিয়াপোলিস নিবাসী ১৮ বছর বয়সী এবং অপরজন স্যান ডিয়েগোর বাসিন্দা ডগলাস ম্যাকঅথর ম্যাককেইন।

বিচার বিভাগ জানিয়েছে, উল্লেখিত ৬ ব্যক্তি আইএসের পক্ষে যুদ্ধ করার সময় নিহত হন।

XS
SM
MD
LG