অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের পুলিশ বলছে আটককৃত জাহাজ থেকে ইরানের তেল যুক্তরাষ্ট্রে পাঠাবে


ফাইল ফটোঃ ১৬ই জানুয়ারি ২০২২, পশ্চিম তুরস্কের মারমারা এরেগ্লিসির একটি বন্দরে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাংকার পেগাসাসের ছবি
ফাইল ফটোঃ ১৬ই জানুয়ারি ২০২২, পশ্চিম তুরস্কের মারমারা এরেগ্লিসির একটি বন্দরে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাংকার পেগাসাসের ছবি

গ্রীসের বন্দর পুলিশ বুধবার জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে গ্রীসে জব্দ করা রাশিয়া পতাকাবাহী একটি ট্যাংকার থেকে ইরানের তেল তারা যুক্তরাষ্ট্রে পাঠাবে তেহরান ঐ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়

গ্রীক কর্তৃপক্ষ গত মাসে পেগাসকে আটক করে যা তুরস্কের মারমারা টার্মিনালের দিকে যাচ্ছিল বলে জানা যায়।

নাবিকদেরসহ জাহাজটিকে ক্যারিস্টোস বন্দরে নোঙর করে রাখা হয়েছে মনে করা হচ্ছে জাহাজের নাবিকরা রাশিয়ার নাগরিকগ্রীসের উপকুলরক্ষী জানিয়েছে, জাহাজটির নাম পরিবর্তন করে 'লানা' রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ইইউ'র নিষেধাজ্ঞা অনুযায়ী কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করে।

সে সময়কার তথ্য অনুযায়ী ট্যাংকারটিতে ১ লক্ষ ১৫ হাজার টন ইরানি তেল ছিল।

গ্রীক বন্দর পুলিশের একজন মুখপাত্র বুধবার এএফপিকে বলেন,“যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধের পরে ঐ তেল সেই দেশের ব্যয়ে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হবে

ইরানের নৌ-চলাচল কর্তৃপক্ষ জানায় , তেহরান এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং একে আন্তর্জাতিক ডাকাতিবলে অভিহিত করেছে।

XS
SM
MD
LG