অ্যাকসেসিবিলিটি লিংক

বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জবাবে সিরিয়ায় হামলা করল ইসরাইল


সিরিয়ায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালালে রাজধানী দামেস্কের আশেপাশে রাতের আকাশে আলোর রেখা দেখা যায়। ২৪ ফেব্রুয়ারি, ২০২০ (ফাইল)।
সিরিয়ায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালালে রাজধানী দামেস্কের আশেপাশে রাতের আকাশে আলোর রেখা দেখা যায়। ২৪ ফেব্রুয়ারি, ২০২০ (ফাইল)।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার (৯ ফেব্রুয়ারি) সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে সিরিয়া থেকে একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানায় সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে দেশটির রাজধানী দামেস্কে এর আগে আরও একটি হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। সিরিয়ার দাবি, ওই হামলায় একজন সিরীয় সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

ইসরাইলের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

যদিও সামরিক বাহিনী স্বীকার করেছে যে, ইসরাইল সিরিয়ার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জবাবে পাল্টা হামলা চালিয়েছিল তারা।

ইসরাইলের সামরিক বাহিনী টুইটারে লিখেছে, “আজ রাতে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। বিমানবিধ্বংসী ওই ক্ষেপণাস্ত্র ইসরাইলি বিমানবাহিনীর বিমানগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছিল”।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দামেস্কের আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সিরিয়ার টেলিভিশন থেকে আরও জানানো হয়, ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে ভূমি থেকে ভুমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এর আগে (বুধবার) লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণপূর্ব থেকে একটি বিমান হামলার মাধ্যমে “ইসরাইলি আগ্রাসন” চালানো হয় বলেও উল্লেখ করে সিরীয় টেলিভিশন।

একটি সামরিক সুত্রের বরাত দিয়ে জানানো হয়, হামলায় একজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

ইসরাইল কথিত ইরান সমর্থিত একটি ঘাঁটিতে ঘন ঘন হামলা চালায়। তাদের ভাষ্য ওই ঘাঁটিতে ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনী অবস্থান করছে। এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গত এক দশক ধরে চলা গৃহযুদ্ধে সমর্থন করে আসছে।

XS
SM
MD
LG