যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করার পর, তুরস্ক বাদবাকী ইসলামিক স্টেইট জঙ্গিদের অপ্সারন করবে।
রবিবার এক টুইটে ট্রাম্প বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান দৃঢ়তার সাথে বলেছেন যে তিনি সিরিয়াতে বাদবাকী যে আইসিস রয়েছে তাদের সমূলে উৎপাটন করবেন। এবং আমি মনে করি তিনিই সেই ব্যক্তি, যিনি এ কাজটি করতে পারবেন, তাছাড়া তুরস্কতো তাদের কাছের প্রতিবেশী।
তিনি আরো বলেন, আমাদের সৈন্যরা ঘরে ফিরে আসছে।
তাছাড়াও তিনি বলেন, তাদের দু নেতার মধ্যে সৈন্য প্রত্যাহার এর বিষয়ে ফোনে বিশদ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এদিকে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প রাজী হয়েছেন দু দেশের সামরিক শক্তি, এবং কূটনীতিক সম্পর্কের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সৈন্য প্রত্যাহার এর কাজটিকে এগিয়ে নিতে।