অ্যাকসেসিবিলিটি লিংক

জি-সেভেন ও নেটোতে ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণ করেছেন ড সাঈদ ইফতিখার আহমেদ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ G-7 শীর্ষ সম্মেলনে এবং গতকাল নেটো সম্মেলনে ভাষণ দিয়েছেন। তাঁর এই ভাষণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সব আন্তর্জাতিক সংগঠনের সম্পর্ক বিশ্লেষণ করেছেন American Public University System ‘এর School of Security and Global Studies এর Adjunct Faculty ড সাঈদ ইফতিখার আহমেদ। ড সাঈদ ইফতিখার আহমেদ বলেন যে নির্বাচনী প্রচার অভিযানের সময় থেকেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অর্থনৈতিক জোটগুলোর ব্যাপারে তেমন উৎসাহী ছিলেন না বরঞ্চ জয়লাভের পর পরই তিনি টিপিপি থেকে বেরিয়ে আসেন , ন্যাফটা চুক্তি নিয়েও তাঁর আপত্তি রয়েছে সে জন্যই সম্ভবত তিনি জি –সেভেনের বৈঠকেও সন্ত্রাস দমন এবং উত্তর কোরিয়া কেন্দিক সমস্যার উপর সর্বোচ্চ জোর দিয়েছেন। জি সেভেনের অন্যান্য দেশগুলো সবাই যে মি ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে এক মত তা নয়।

আনেকটা একই কথা প্রযোজ্য নেটোর ক্ষেত্রেও। নেটোর আদি ভূমিকা, অর্থাৎ তদানীন্তন পশ্চিম ইউরোপের সুরক্ষা নিশ্চিত করা , সেই ভুমিকায় পরিবর্তন এসছে । আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে নেটোর ভূমিকার উপর জোর দিচ্ছেন ডনাল্ড ট্রাম্প । তাতে নেটোর সব সদস্যই যে সহমত পোষণ করেন, তা নয়। গতকালের সম্মেলনে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া সম্পর্কে সতর্ক থাকার যে আহ্বান জানিয়েছেন, তাতে রাশিয়া সম্পর্কে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির কোন পরিবর্তন হয়েছে কী না, সে কথা বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেন ড সাঈদ ইফতিখার আহমেদ।

তাঁর এই বিশ্লেষণাত্মক সাক্ষাৎকারটি নিয়েছেন, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের আনিস আহমেদ

XS
SM
MD
LG