অবশেষে বাংলাদেশের পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে ভারত। আগামী ১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে চালু করছে ট্যুরিস্ট ভিসা। শুধু আকাশপথে চলাচলের জন্য ১২০ দিন মেয়াদের এ ভিসায় থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মঙ্গলবার আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে সাংবাদিকদের এ কথা বলেছেন। আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরা হয়ে তিনি ভারতে গেছেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, "করোনা পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। যাতে কোভিডের মধ্যে ভ্রমণ শুরু হয়। প্রথমে সীমিত সময়ের ভিসা দেওয়া হবে। ১২০ দিনের মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। থাকা যাবে ৩০ দিন। কারণ এখনো সব জায়গায় কিছু কিছু কোভিডের ভয় রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।"
এ সময় তিনি দুই দেশের সীমান্তের আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, "অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে। আগামী সপ্তাহে পরিদর্শন সফর আছে। আমরা দ্রুত প্রজেক্টটি শেষ করতে চাই।"
সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, "বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।"