আমেরিকান অভিনেতা অ্যালেক বল্ডউইন তার সেলফোন তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। তদন্তকারীরা ‘রাস্ট’ সিনেমার শুটিং সেটে একজন সিনেমাটোগ্রাফারের গুলিতে নিহত হওয়ার ঘটনা তদন্ত করেছেন। তারা পরোয়ানা জারি করার প্রায় এক মাস পর বন্ডইন তাদের কাছে তার ফোনটি হস্তান্তর করেন।
গত বছর অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে হলিউড ছবি ‘রাস্ট’ সিনেমার শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের কাছে থাকা প্রপ বন্দুক থেকে বের হওয়া ‘আসল’ গুলিতে নিহত হন ছবির মুখ্য চিত্রগ্রাহক হ্যালেনা হাটচিনস। চাঞ্চল্যকর এই ঘটনায় সমগ্র বিনোদন জগতে শুরু হয় নানান বিতর্ক।
যুক্তরাষ্ট্রের পুলিশ এই ঘটনার সূত্র ধরে গত ডিসেম্বরে চিত্রনায়ক বল্ডউইনের মোবাইলের ফোনটি খতিয়ে দেখার অনুরোধ করে। গতকাল শুক্রবার হলিউডের এই অভিনেতা নিউইয়র্কের সাফোক কাউন্টি পুলিশের কাছে তার আইফোনটি হস্তান্তর করেন।
পুলিশের ভাষ্যমতে, শুটিং সেটে ব্যবহৃত প্রপ বন্দুক থেকে কীভাবে আসল গুলি বের হলো সে বিষয়ে ফোনটিতে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। যা তদন্তের পক্ষে অত্যন্ত জরুরি ও প্রাসঙ্গিক।
ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে সেগুলো নিউ মেক্সিকো পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানান সান্তা ফে শেরিফের অফিসের একজন মুখপাত্র।
তিনি আরও জানান, ফোন থেকে সংগৃহীত তথ্য এখনও শেরিফের অফিসে পৌঁছায়নি।
তদন্তকারী অফিসারেরা বলেন, তারা রাস্ট সিনেমার অভিনেতা ও প্রযোজক বল্ডউইনের ফোন থেকে প্রজেক্ট সম্পর্কিত প্রেরিত ও প্রাপ্ত খুদে বার্তা এবং ই-মেইল খতিয়ে দেখছেন।
সিনেমার শুটিংয়ে কী ধরনের বন্দুক ব্যবহৃত হবে সে বিষয়ে অস্ত্র-ভান্ডারির সঙ্গে বেশ কয়েকটি ই-মেইল চালাচালি করেন বল্ডউইন। মোবাইল ফোন হস্তান্তরের আগে হলিউডের এই চিত্রনায়ক সান্তা ফে জেলা অ্যাটর্নির সঙ্গে একটি সম্মতিপত্র স্বাক্ষর করেন। যাতে বলা হয় মোবাইল ফোনে থাকা স্ত্রী ও নিজের আইনজীবীর সঙ্গে আলাপচারিতার তথ্য প্রকাশ করবে না পুলিশ। শেরিফের অফিস থেকে এর আগে বলা হয়, বিচারবিভাগীয় জটিলতায় ফোন হস্তান্তরের প্রক্রিয়াটি ব্যহত হচ্ছিল।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একটি ভিডিও পোস্ট করেন বল্ডউইন। সেখানে তিনি বিচারিক তদন্তে সহায়তা না করার বিষয়টি অস্বীকার করেন।
প্রসিকিউটরেরা এই ঘটনায় এখনও কোনো ফৌজদারি মামলা দায়ের করেননি এবং এই ঘটনায় বল্ডউইনসহ অন্য কারও জড়িত থাকার বিষয়টি খারিজ করতেও অস্বীকার করেছেন।
ঘটনার পর বল্ডউইন জানিয়েছিলেন, বন্দুকে আসল গুলি থাকার বিষয়টি তিনি জানতেন না।
তিনি আরও বলেন, হ্যালেনা নিজেই বল্ডউইনকে তার দিকে বন্দুক তাক করতে বলেছিলেন এবং বল্ডউইন ট্রিগারেও চাপ দেননি।