বিশ্বকাপে গোলের বন্যা

গোল করছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিশ্বকাপ ফুটবলে আজকের প্রথম ম্যাচে পর্তুগালের রাউল ২৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করার পর প্রথমার্ধ গড়িযে গেল। কিন্তু ৫৩ মিনিট থেকে যে গোলের রেকর্ড শুরু হলো - একের পর এক ৬ টি গোল করে গেল সিমাও সাব্রোসা, হুগো আলমিডা, লিডসান এবং তারকার তারকা, বিশ্বব্যাপী জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ২ টি গোল করেছে তিয়াগো। এইভাবে জি গ্রুপে পর্তুগাল, উত্তর কোরিয়াকে ৭ - ০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তার স্থানটি নিশ্চিত করলো।

দিনের ২য় খেলায় চিলি হারিয়ে দিল সুইজারল্যাণ্ডকে ১ – ০ গোলে। সুইস দল অবশ্য ১০জনকে নিয়ে খেলেছে।

ওদিকে লণ্ডনের গ্রাস কোর্টে শুরু হয়েছে বিশ্ব টেনিসের অন্যতম সেরা খেলা উইম্বলডন টেনিস। আজ পুরুষদের কোর্টে এক নম্বর তারকা রজার ফেডেরার প্রায় পরাজয়ের সম্মুখীন হয়েছিল, একেবারে উঠতি খেলোয়াড় কলাম্বিয়ার আলেয়ান্দ্রো ফালার সঙ্গে ম্যাচে। পুরো ৫টি সেট খেলেই তবে জিতেছে রজার। মহিলাদের কোর্টে অনায়াসে জিতেছে বেলজিয়ামের কিম ক্লিস্টার্স ইটালীর মারিয়া এলেনা ক্যামারিনকে সরাসরি দুই সেটে হারিয়ে।