বিশ্বকাপে দিনের দুটি খেলাতেই যেন সেয়ানে সেয়ানে পাল্লা চলেছে । তবে জাপান – প্যারাগুযের মধ্যে দিনের প্রথম ম্যাচে বলতে হয় উত্তেজনার চরম পরিস্থিতি ছিল । জাপানের দূর্ভাগ্য । নির্ধারিত সময়ে বল গড়িয়ে গেল গোলশূণ্য ফলাফলে । বাড়তি ৩০ মিনিটও পেরিয়ে গেল, কোন গোল হলো না । তারপর পেনাল্টি শুট আউটে ৫ - ৩ গোলে জয়ী হলো প্যারাগুয়ে ।
অপর ম্যাচে খেলেছে ইওরোপের দুই বোন বলা হয় যে দেশ দুটিকে, ইওরোপীয় চ্যাম্পিয়ান স্পেন আর পর্তুগাল । ৬৩ মিনিটের মাথায় স্পেন গোল করলো । এবং সেই একমাত্র গোল নিয়েই স্পেন পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এগিয়ে গেল ।