বিশ্বকাপ ফুটবলে আজ দিনের প্রথম দুটি খেলায় ব্রাজিল আর পর্তূগালের ম্যাচ শেষ হলো গোলশূণ্যভাবে। গোলের খেলা ফুটবলে এই গোলশূণ্য ফলাফল - ফুটবল ভক্তদের মন কি ভরে? ব্রাজিল – পর্তূগালের খেলায় দারুণ উত্তেজনা ছিল বলা যায়, ‘হাই প্রফাইল’ ম্যাচ। এই খেলায় একটা ড্রামা হবে সেটাই ছিল ফুটবল ভক্তদের আশা। তারকা ফুটবলার রোনাল্ডোর ম্যাজিক দেখার জন্য সবাই মাঠে যান। যার পায়ের দাম কোটি কোটি ডলার, তার পা থেকেই যেন ছিটকে গেল গোল। ব্রাজিলের খেলাতে কোন ছন্দ খুঁজে পাওয়া যায় নি।
অপর ম্যাচে আইভরি কোস্ট হারিয়ে দিল উত্তর কোরিয়াকে এবং সেটাই ছিল অনেকের ধারণা। ওদিকে খেলোয়াড়দের বিশেষ করে যুক্তরাষ্ট্র দলকে উত্সাহ যোগানোর জন্য দর্শকসারিতে বসে খেলা দেখছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। শনিবার যুক্তরাষ্ট্রের খেলা। এবার যুক্তরাষ্ট্র দলকে ঘিরেও বেশ একটা আগ্রহ রয়েছে। ডারবান থেকে মতিউর রহমান চৌধুরী সে কথাই জানালেন।
স্পেন হারিয়েছে চিলিকে ২ – ১ গোলে। আর সুইজারল্যাণ্ড ও হন্ডুরাসের খেলা গোলশুণ্য ভাবে শেষ হয়েছে।