মালায়শিয়ার নিখোঁজ বিমানঃ ফরাসী স্যাটেলাইট ছবিতে ভাসমান বস্তু

মালায়শিয়ার কর্মকর্তারা বলছেন, তাঁরা ফ্রান্সের কাছ থেকে স্যাটেলাইটে তোলা ছবি পেয়েছেন। ঐ ছবিতে দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলে ভাসমান বস্তু দেখা যাচ্ছে।

রোববার এক বিবৃতিতে মালায়শিয়ার পরিবহন মন্ত্রী বলেছেন, অস্ট্রেলিয় এবং চীনা স্যাটেলাইট ছবিতে গত সপ্তাহে যে এলাকায় ভাসমান বস্তু দেখা গেছে তার কাছাকাছি এলাকাতেই ফরাসী স্যাটেলাইটের ঐ ছবি।

রোববার জাহাজ এবং বিমানবহর মূলত দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলের ঐ এলাকায় তল্লাশি অভিযান চালায়। অবশ্য শনিবার নিউজিল্যান্ডের একটি সামরিক বিমান সেখানে শুধু সমুদ্র শ্যাওলা দেখতে পায়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট রোববার বলেছেন, তিনি আশাবাদী ঐ ছবিগুলো থেকে যে দিকনির্দেশনা পাওয়া যাবে, তার ফলে ২৩৯জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটি খুঁজে পাওয়া যাবে।